ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

ইতিবাচক সাড়া ফেলে ফের নিম্নমুখী প্রবাসী আয়

Publish : 10:35 PM, 14 July 2024.
ইতিবাচক সাড়া ফেলে ফের নিম্নমুখী প্রবাসী আয়

ইতিবাচক সাড়া ফেলে ফের নিম্নমুখী প্রবাসী আয়

নিজস্ব প্রতিবেদক :

২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় বাড়াতে নানা উদ্যোগের ফলে কিছুটা ভালো খবর আসে। বছরজুড়ে প্রবাসী আয়ে ইতিবাচক সাড়া ফেলে। কিন্তু নতুন বছরের শুরুতেই তার ছন্দপতন হয়। কমতে থাকে প্রবাসী আয়। চলতি মাসের ১৩ দিনে সে ধারার আরও স্পষ্ট হয়েছে। এ সময়ে দেশে এসেছে ৯৭ কোটি ৮০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা পর পর আগের কয়েকমাসের প্রতিদিন আসা গড় প্রবাসী আয়ের চেয়ে কম।

১ থেকে ১৩ জুলাই পর্যন্ত ১৩ দিনে আসা প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১১ হাজার ৪৯৯ কোটি টাকা ( প্রতি ডলার ১১৭ টাকা ৫০ পয়সা ধরে)।

রোববার (১৪ জুলাই) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য বলছে, জুলাই মাসের ১৩ দিনের প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৫২ লাখ ৪০ হাজার ৭৬৯ মার্কিন ডলার। আগের মাস জুনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় আসে ৮ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৬৬৬ ডলার। আগের অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি  ৫৭ লাখ ৭১ হাজার ৬৬৬ ডলার।

এ হিসাব বলছে জুলাই মাসে প্রবাসী আয় নিম্নমুখী।

প্রবাসী আয় বৃদ্ধিতে গত বছর জুড়ে বিভিন্ন রকমের জটিলতা দূর করে সহজ করা হয়। সর্বশেষ গত মে মাসে প্রবাসী আয়ের ডলার দাম ১১০ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা ৫০ পয়সা করা হয়। এরপরই প্রবাসী আয় আসার নতুন গতি তৈরি হয়। কিন্তু নতুন বছরে লাগে নতুন ধাক্কা। এর ফলে কমে প্রবাসী আয়।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, জুলাই মাসের ১৩ দিনে রাষ্ট্রীয় খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় আসে ১৩ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ৫ কোটি ৪ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৭৮ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশে ব্যাংকগুলোর মাধ্যমে আসে ২৫ লাখ ৪০ হাজার ডলার।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শিরোনাম ব্যাংক থেকে যত খুশি তোলা যাবে নগদ টাকা শিরোনাম নিউইয়র্কে ইউনূস-মোদির বৈঠক আয়োজনের প্রস্তাব শিরোনাম উপকূলে ঝড়ের শঙ্কায় তিন নম্বর সতর্ক সংকেত শিরোনাম স্টোরিতে কমেন্ট করার সুবিধা চালু করলো ইনস্টাগ্রাম শিরোনাম হাসপাতালে দীপিকা, আজই হতে পারেন সন্তানের মা!