ঢাকা, ২৭ জুলাই, ২০২৪
Banglar Alo

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগে এতিম ও প্রতিবন্ধী কোটা পূরণের সুপারিশ

Publish : 02:01 AM, 18 May 2024.
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগে এতিম ও প্রতিবন্ধী কোটা পূরণের সুপারিশ

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শূন্য পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে এতিম ও প্রতিবন্ধী কোটা যথাযথভাবে পূরণের সুপারিশ করা হয়েছে।

বুধবার (১৫ মে) জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। 

আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, মো. আবুল কালাম আজাদ, মো. শামীম শাহনেওয়াজ, সাহাদারা মান্নান, এ ডি এম শহিদুল ইসলাম, এনামুল হক বাবুল, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ এবং শবনম জাহান।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য খাতে পরিচালিত সেবা কার্যক্রম এবং স্বাস্থ্য খাতের জন্য আরো কী কী পরিকল্পনা করা সম্ভব, সে সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ভবিষ্যতে যেসব প্রকল্প নেওয়া হবে, সেসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় জনবল অন্তর্ভুক্ত করার সুপারিশ করে। 

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আবু সাঈদ নিহতের ঘটনায় মামলা নিয়ে পুলিশের লুকোচুরি শিরোনাম বদলে যাচ্ছে ব্রিটেনের ইসরায়েল নীতি : নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানায় আপত্তি তুলে নেওয়া হচ্ছে শিরোনাম কোটা সংস্কার আন্দোলন : চিকিৎসাধীন তিনজনের মৃত্যু, নিহত বেড়ে ২০৬ শিরোনাম চীন-রাশিয়ার ৪ জঙ্গিবিমানকে ধাওয়া যুক্তরাষ্ট্রের শিরোনাম দেশের সব দলকে নিয়ে ‘জাতীয় ঐক্যের’ ডাক বিএনপির শিরোনাম এএসআই মোক্তাদিরের ওপর নৃশংসতায় স্তব্ধ পরিবার