ঢাকা, ২৭ জুলাই, ২০২৪
Banglar Alo

শাবিপ্রবিতে বিদুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Publish : 03:25 AM, 17 May 2024.
শাবিপ্রবিতে বিদুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লেক খননের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার আনুমানিক দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত শ্রমিকের নাম আলমগীর (৩৫)। তিনি এয়ারপোর্ট থানা এলাকার মৃত বারিক মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন নতুন ফুডকোর্টের পাশে নতুন লেক খননের কাজে পানি সেচ দিতে ওয়াটার পাম্প সংযুক্ত করতে যান আলমগীর। পরে পুরো পানিজুড়ে বিদ্যুৎ হয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন অনেকে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এদিকে মৃত্যুর সংবাদের পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শ্রমিকের মৃত্যুতে শোক জানিয়ে উপাচার্য বলেন, ‘এমন সংবাদ আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সব ধরনের সহযোগিতা দিয়ে তার পরিবারের পাশে দাঁড়ানো হবে। এ ছাড়া বিষয়টি তদন্তের জন্য ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, শিক্ষক সমিতির নেতারা, বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘আলমগীর ফুডকোর্টের পাশের লেকের কাজ করছিলেন। সেখানে বিদ্যুতের লাইন রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শকে তার মৃত্যু হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসতালের মর্গে পাঠানো হয়েছে।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নাশকতার মামলা : সারাদেশে র‍্যাবের অভিযানে আরও ২৯০ জন গ্রেপ্তার শিরোনাম জয়ের জন্মদিনে ওবায়দুল কাদেরের শুভেচ্ছা বার্তা শিরোনাম ইসরায়েলি হামলা থেকে বাঁচতে কারাগারে আশ্রয় শিরোনাম ইসরায়েলি হামলা থেকে বাঁচতে কারাগারে আশ্রয় শিরোনাম মা হারিয়েছেন ফারাহ খান শিরোনাম ‘নচিকেতা মহানায়ক পুরস্কার কেন পেল, ও তো অভিনয়ই করে না’