ঢাকা, ১৬ মে, ২০২৫
Banglar Alo

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা

Publish : 06:43 AM, 15 May 2025.
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক :

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠকের পর এই সম্ভাবনা তৈরি হয়েছে।

বৈঠকে ড. আসিফ নজরুল মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট মুক্ত এবং কম খরচে শ্রমিক প্রেরণের বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করেন।

এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের, বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা, অবৈধ কর্মীদের বৈধকরণ এবং নতুন শ্রমিক প্রেরণের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

এদিকে মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওং ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা এবং ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উভয় পক্ষই শ্রমিকদের জন্য নিরাপদ, ন্যায্য এবং সম্মানজনক কর্মসংস্থান ব্যবস্থা নিশ্চিত করতে কৌশলগত সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন।

স্টিভেন সিম বলেন, মালয়েশিয়ার মাদানি কাঠামোর মধ্যে ইহসান, কেডিলান এবং কেসেহাতানের মূল নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিদেশি কর্মীদের সামাজিক সুরক্ষা, কল্যাণ এবং দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই বৈঠক বিশ্ব শ্রমবাজারে সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দুদেশের মধ্যে উন্মুক্ততা এবং সহযোগিতার মনোভাবের প্রতিফলন ঘটায়। এটি টেকসই উন্নয়ন এবং সর্বজনীন কল্যাণ নিশ্চিত করার এজেন্ডাকে সমর্থন করে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিরোনাম বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা শিরোনাম কারামুক্ত হলেন সাবেক বিডিআরের ২৭ জওয়ান শিরোনাম ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনে তালা শিরোনাম মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাম্য শিরোনাম শেহবাজের সঙ্গে আলোচনায় রাজি ইমরান