ঢাকা, ১৫ মে, ২০২৫
Banglar Alo

ঈদুল আজহায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে

Publish : 12:15 PM, 14 May 2025.
ঈদুল আজহায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৬মে থেকে। এই টিকিট পাওয়া যাবে ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, আগামী ১৬ মে শুক্রবার থেকে বাসের মালিকরা অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিন থেকে যাত্রীরা একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে বিক্রি করবে।

ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে তিনি বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব মালিককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এসি বাসের ভাড়া প্রসঙ্গে মালিক সমিতির এই নেতা বলেন, সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয় না। ফলে মালিকরা তাদের গাড়ি কতটা বিলাসবহুল সেই অনুযায়ী একটা ভাড়া নির্ধারণ করেন। এবার আমরা মালিকেরা এটি নিয়ে বসেছি। এসি বাসের ভাড়া যেন সহনীয় পর্যায়ে রাখা হয়, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম দাবি আদায়ে অনড় জগন্নাথের শিক্ষার্থীরা শিরোনাম সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে একগুচ্ছ সিদ্ধান্ত শিরোনাম রূপপুর প্রকল্পের আরও ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত শিরোনাম ঈদুল আজহায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে শিরোনাম রেকর্ড দাম উঠলেও এখনো ছাড়পত্র চাননি মোস্তাফিজ শিরোনাম ডলারের বিনিময় হার হবে বাজারভিত্তিক: গভর্নর