ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Banglar Alo

কারখানা বিক্রির গুজবে সড়ক অবরোধ

Publish : 01:04 AM, 22 February 2025.
কারখানা বিক্রির গুজবে সড়ক অবরোধ

কারখানা বিক্রির গুজবে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানা বিক্রি করে দেওয়ার গুজবে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে তারা সড়ক থেকে সরে যান। 

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের কারওয়ান বাজার এলাকার টু-পাস নামে পোশাক কারখানার শ্রমিকরা মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ করে। এ সময় ব্যস্ত এ সড়কের দু’দিকে শত শত যানবাহন আটকা পড়ে। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিকেল ৫টার দিকে তারা সড়ক থেকে সরে যান। 

শ্রমিকরা জানান, ওসমান গ্রুপের টু-পাস কারখানায় ১ হাজার ২০০ শ্রমিক কর্মরত। হঠাৎ করেই তারা খবর পান চায়না কোনো মালিকের কাছে কারখানাটি বিক্রি করে ফেলেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরের পর শ্রমিকদের কারখানায় ঢুকতেও দেওয়া হচ্ছিল না। আইন অনুযায়ী শ্রমিকদের সব পাওনা পরিশোধের দাবি নিয়ে তারা আন্দোলনে নামেন। আঞ্চলিক সড়ক অবরোধ করে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন।

শ্রমিকরা বলেন, কারখানায় চীনা নাগরিকদের কর্মকর্তা হিসেবে দায়িত্বশীল জায়গায় বসানো হয়েছে। মালপত্র সরিয়েও নেওয়া হচ্ছে। এতে তারা অনিশ্চয়তায় পড়েন। তাই শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ৩ মাস ১৩ দিনের মূল বেতনসহ অন্যান্য সব পাওনা আদায়ের দাবি নিয়ে তারা সড়কে নামেন। 

কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) শফিকুল ইসলাম রোকন বলেন, কারখানা বিক্রি করা হয়নি। চায়না মালিকের সঙ্গে যৌথ ব্যবসার চুক্তি হয়েছে। এতে শ্রমিকদের কোনো সমস্যা নেই। শ্রমিকদের কোনো বেতন ভাতাও বকেয়া নেই। তিনি বলেন, আগামী রোববার মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক হবে। 

শ্রীপুর থানার চকপাড়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হাসমত উল্লাহ জানান, শ্রমিকরা প্রথমে ভুল বুঝে রাস্তা অবরোধ করেন। পরে তাদের বিষয়টি বোঝানোর পর রাস্তা থেকে সরে যান।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রিউমার স্ক্যানারের অনুসন্ধান : সিয়েরা লিওনের দ্বিতীয় সরকারি রাষ্ট্রভাষা বাংলা নয় শিরোনাম বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, যেসব সিদ্ধান্ত এলো শিরোনাম জকসু নির্বাচন চায় বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা শিরোনাম চলছে নির্মাতাদের নির্বাচন শিরোনাম এবার ফ্রান্স ও যুক্তরাজ্যের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প শিরোনাম চুপিচুপি বিয়ে সারলেন নার্গিস ফাখরি, পাত্র কে?