পুতিনের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
কয়েক বছর আগে থেকেই ইউক্রেন বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। তিনি ধারাবাহিকভাবে ইউক্রেন যুদ্ধের জন্য বাইডেন প্রশাসনের দুর্বলতাকে দায়ী করে আসছেন এবং সহজেই এই যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার পুরনো সুরেই নিজের মতামত আরও জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এসময় তিনি ইউক্রেনের সমালোচনা করেন।
মার্কিন গণতান্ত্রিক এবং রিপাবলিকান নেতাদের উপস্থিতিতে জাতীয় গভর্নরস অ্যাসোসিয়েশনের এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘পুতিনের সঙ্গে আমার খুব ভাল আলোচনা হয়েছে’ এবং ‘ইউক্রেনের সঙ্গে এত ভাল আলোচনা হয়নি’। ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করে বলেন, তারা একটি চুক্তি করতে পারত।
এই মন্তব্যগুলি এই সপ্তাহের শুরুতে ট্রাম্প এবং ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির মধ্যে শুরু হওয়া দ্বন্দ্বের সর্বশেষ পরিবর্তন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com