পুতুলের বিরুদ্ধে ব্যবস্থায় স্বাস্থ্যে চিঠি দুদকের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে অবহিতকরণ ও ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। প্লট জালিয়াতি মামলা, পরিচালক নিয়োগ, দ্বৈত নাগরিত্ব, উপঢৌকন গ্রহণ ও অর্থ আত্মসাতের ঘটনা আমলে নিয়ে অনুসন্ধান করছে সংস্থাটি। এ সংক্রান্ত সব তথ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
দুদক সূত্র জানায়, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুদক মামলা করলে বা অনুসন্ধান ও তদন্ত সম্পর্কিত অন্য কোনো ব্যবস্থা নিলে, এসব তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তর, অধিদপ্তরকে অবহিত করা হয়ে থাকে। তার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়, অধিদপ্তর-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আইন-বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। অভিযোগ-সংক্রান্ত তথ্য পেলে করা হয় বিভাগীয় মামলা। পুতুলের ক্ষেত্রেও স্বাস্থ্য মন্ত্রণালয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
গত ২১ জানুয়ারি দুদক সচিব খোরশেদা ইয়াসমীন স্বাক্ষরিত চিঠিটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, দুদকের তথ্য অনুসন্ধানকালে পুতুলকে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে পদায়নে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়মবহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছে। ওই পদে তাঁর প্রার্থিতার যোগ্যতা সম্পর্কিত তথ্যাদি যথাযথ ছিল না। মনোনয়নকালে কানাডার পাসপোর্টধারী নাগরিক ছিলেন সায়মা ওয়াজেদ পুতুল।
তিনি দুর্নীতির আশ্রয় নিয়ে এবং তাঁর পরিবারিক প্রভাবের মাধ্যমে ঢাকার পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে ১০ কাঠা প্লটের বরাদ্দ নেন। সে কারণে তাঁর ও সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে দুদক দুর্নীতির মামলা করেছে। এ ছাড়া তিনি সূচনা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান চালু করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অবৈধ সুবিধা গ্রহণ, ভুয়া প্রকল্প দেখিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করে নিজে লাভবান হয়েছেন ও অন্যকে লাভবান হতে সহায়তা করেছেন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com