বইমেলায় প্যাভিলিয়ন-স্টল বরাদ্দে পরিবর্তন
অমর একুশে বইমেলায় ১২টি প্রকাশনীর জন্য পরিসর বাড়ানো হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৫ পরিচালনা কমিটির চতুর্থ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, অন্যপ্রকাশ ও আগামী প্রকাশনীর প্যাভিলিয়ন ২০ ফুট বাই ২০ ফুট থেকে বাড়িয়ে ২৪ ফুট বাই ২৪ ফুট করা হচ্ছে। কাকলী প্রকাশনী, পাঠক সমাবেশ, পুথিনিলয়, সময় প্রকাশন ও নালন্দাকে ৪ ইউনিটের পরিবর্তে ২০ ফুট বাই ২০ ফুটের প্যাভিলিয়ন দেওয়া হচ্ছে। শব্দশৈলীও ৩ ইউনিট থেকে এখন ২০ ফুট বাই ২০ ফুট প্যাভিলিয়ন পাচ্ছে। এ ছাড়া জিনিয়াস পাবলিকেশন্স, জনতা প্রকাশ (শিশু), ময়ূরপঙ্খী (শিশু) আগের নির্ধারিত ২ ইউনিট থেকে এখন ৩ ইউনিট পাচ্ছে। বাবুইয়ের (শিশু) জন্য আরেক ইউনিট বাড়িয়ে ২ ইউনিট বরাদ্দ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বইমেলা পরিচালনা কমিটির সভাপতি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
সম্প্রতি বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে কালো তালিকাভুক্ত করার দাবিতে তৈরি করা ১৮টি প্রকাশনীর মধ্যে ১২টির জন্য পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। এসব প্রকাশনীকে তালিকাভুক্ত করার পাশাপাশি মেলায় আজীবনের জন্য অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং মেলায় প্রকাশনীগুলোকে প্যাভিলিয়ন বরাদ্দ না করে ইউনিট দেওয়ার দাবি জানিয়েছিল সৃজনশীল প্রকাশকদের নিয়ে গঠিত তিনটি সংগঠন। প্রকাশনীগুলোকে আগের বছরগুলোর তুলনায় স্থান কমিয়ে এবারের মেলায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল।
গত ৯ জানুয়ারি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, অন্যপ্রকাশ, আগামীসহ তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানের প্যাভিলিয়নের আকার ছোট করার সিদ্ধান্ত হয়েছিল। এরপর পরিচালনা কমিটির এই সিদ্ধান্তকে ‘অন্যায় এবং অবিচার’ উল্লেখ করে ‘সুবিচার প্রত্যাশী প্রকাশকবৃন্দ’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু দাবি লিখিত আকারে দিয়েছিল।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com