ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

বাংলাদেশ-সৌদির মধ্যে হজ চুক্তি, এজেন্সি কোটা এক‌ হাজারই বহাল

Publish : 09:58 PM, 13 January 2025.
বাংলাদেশ-সৌদির মধ্যে হজ চুক্তি, এজেন্সি কোটা এক‌ হাজারই বহাল

বাংলাদেশ-সৌদির মধ্যে হজ চুক্তি, এজেন্সি কোটা এক‌ হাজারই বহাল

নিজস্ব প্রতিবেদক :

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৫ সালের হজ চুক্তি সই হয়েছে । রোববার সৌদির জেদ্দায় দ্বিপক্ষীয় চুক্তি হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ এতে সই করেন।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদির মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এ সময় দেশি এজেন্সিগুলোর সর্বনিম্ন কোটা এক হাজার থেকে আরও কমানোর অনুরোধ করেন তিনি। তবে এতে রাজি হননি সৌদির হজ মন্ত্রী।

এর আগে গত অক্টোবরে সৌদির মন্ত্রীকে এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা দুই হাজার থেকে কমিয়ে ২৫০ জন করার অনুরোধ করেন ধর্ম উপদেষ্টা। এর প্রেক্ষিতে ২০২৫ সালের সংখ্যাটি এক হাজার করে সৌদি। তবে আগামী বছর এ কোটা আবারও দুই হাজার জনই হবে।

হজ এজেন্সির মালিকদের সংগঠন হাব জানিয়েছিল, কোটার সংখ্যা না কমালে সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা সম্ভব হবে না। গত ৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ ফারুক বলেন, সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি এজেন্সি ৫০০ জন হজযাত্রী সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলো; কিন্তু হঠাৎ সরকার যাত্রী সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে সর্বনিম্ন এক হাজার নির্ধারণ করে। এটি পরিবর্তন না করলে হজযাত্রীরা সমস্যার সম্মুখীন হতে পারেন। ওইদিনই ধর্ম উপদেষ্টা জানান, তিনি সংখ্যা আরও কমানোর চেষ্টা করলেও সৌদি এতে সম্মতি দেয়নি।

এদিকে এজেন্সি কোটা ৫০০ বহাল রাখার দাবিতে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন হজ এজেন্সির মালিকরা। এরপর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ২০২৪ সালে পবিত্র হজ ও ওমরা করেছেন ১ কোটি ৮৫ লাখ মানুষ শিরোনাম অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করল সরকার শিরোনাম কেমন হলো পিএসএলের ৬ দল শিরোনাম মরুর বুকে বার্সার রূপকথা শিরোনাম বায়িনদিরের বীরত্বে ম্যানইউর বিজয়গাথা শিরোনাম মামলায় আটকা প্রথম বিভাগ হকি