ঢাকা, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
Banglar Alo

তিস্তার পানি একতরফা প্রত্যাহার বন্ধে প্রতিকার চেয়ে মানববন্ধন

Publish : 09:58 PM, 13 January 2025.
তিস্তার পানি একতরফা প্রত্যাহার বন্ধে প্রতিকার চেয়ে মানববন্ধন

তিস্তার পানি একতরফা প্রত্যাহার বন্ধে প্রতিকার চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

তিস্তা নদীর পানি ভারতের একতরফা প্রত্যাহার বন্ধে আন্তর্জাতিক আদালতে প্রতিকার দাবি করা হয়েছে। 

রোববার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনটির আয়োজন করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাব।

ক্লাবের সদস্য সচিব শিহাব প্রধানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন রিভারাইন পিপল ক্লাবের সংগঠক ও বাংলা বিভাগের শিক্ষক খাইরুল ইসলাম পলাশ। আরও বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ,  একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক, নদীকর্মী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুর রহমান সুমন, রহমত আলী প্রমুখ।

ড. তুহিন ওয়াদুদ বলেন, ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে পানিশূন্য হয়ে পড়ছে তিস্তা। কার্যত এতে পানির সংকটে বিপর্যস্ত উত্তরাঞ্চলের কৃষি-অর্থনীতি, বাস্তুসংস্থান। 

এসময় নদীর ন্যায্য হিস্যা বুঝে নিতে আন্তর্জাতিক আদালতে এর প্রতিকার চেয়ে আবেদন জানানোর অনুরোধ করেন তিনি। 

এছাড়া অন্যান্য বক্তারা তিস্তা নদীর বর্তমান পানিশূন্য অবস্থার সরেজমিন তিস্তা পরিদর্শনের চিত্র বর্ণনা করেন এবং বাংলাদেশ সরকার যেন তিস্তা পানিচুক্তি ছাড়াও অন্যান্য অভিন্ন নদীর পানিচুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, সেই বিষয়ে আলোচনা করেন। নদীর ওপর নির্ভরশীল মানুষ, জনজীবন, জীববৈচিত্র্য, অর্থনীতি, নদীভাঙ্গন, বন্যা প্রভৃতির ক্ষতিকর দিক আলোচনা করেন উপস্থিত বক্তারা। অতিদ্রুত যেন বাংলাদেশ তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা বুঝে পায় এবং এতদিন ধরে ভারত কর্তৃক একতরফা পানি প্রত্যাহারের ফলে সৃষ্ট বাংলাদেশের ভূ-প্রাকৃতিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিরূপণ করে তার ক্ষতিপূরণ চাওয়ার ব্যাপারেও কথা বলেন বক্তারা। 

বেরোবি রিভারাইন পিপল ক্লাবের আহ্বায়ক ছাওমুন পাটোয়ারী সুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন দুপুর ১২টায় শেষ হয়।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিবের পদ স্থগিত শিরোনাম গাজা উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র, বলছেন ট্রাম্প শিরোনাম সিনিয়র সচিব, গ্রেড-১ পদ বিলুপ্তির সুপারিশ শিরোনাম হামলার পর প্রথমবার সংবাদমাধ্যমে এসে যা বললেন সাইফ শিরোনাম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও দুই-তিন মাস অপেক্ষা করতে হবে শিরোনাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের জন্মদিন আজ