ঢাকা, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
Banglar Alo

সেনাপ্রধান জোসেফ আউন লেবাননের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

Publish : 10:22 PM, 10 January 2025.
সেনাপ্রধান জোসেফ আউন লেবাননের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

সেনাপ্রধান জোসেফ আউন লেবাননের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক :

সেনাপ্রধান জোসেফ আউন লেবাননের জোসেফ আউন। এই সেনাপ্রধানকে বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন মতে, ২০২২ সালের অক্টোবরে সাবেক প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ শেষ হওয়ার থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদটি খালি ছিল। প্রেসিডেন্ট নির্বাচিত হতে পার্লামেন্টের ১২৮টি আসনের মধ্যে ৮৬ ভোটের দরকার ছিল। তবে জোসেফ ৯৯টি ভোট নিশ্চিত করেন।

এর আগে বুধবার (৮ জানুয়ারি) নতুন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোট হয়। তাতে প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ ভোট পেতে ব্যর্থ হন জোসেফ। প্রথম দফায় ৭১ জন সাংসদেদের সমর্থন পান তিনি।  

ফলে দ্বিতীয় দফায় গড়ায় ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ৬০ বছর বয়সি জোসেফ পার্লামেন্টের উদ্দেশে বলেন, ‘আজ থেকে লেবাননের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে।’

দীর্ঘ দুই বছর ধরে শূন্য থাকা রাষ্ট্রের সর্বোচ্চ প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত হয়েছেন লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট এই সেনাপ্রধানকে বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্টই নন, বরং ইসরায়েলের সঙ্গে বিধ্বংসী যুদ্ধের পর ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রভাব তিনি সীমিত করেছেন বলে মনে করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের ভোটাভুটিতে সেনাপ্রধান জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এই ঘটনা লেবানন এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনকে প্রতিফলিত করছে। কারণ গত বছরের যুদ্ধে লেবাননের শিয়া মতাবলম্বী হিজবুল্লাহ গোষ্ঠী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডিসেম্বরে হিজবুল্লাহর মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটেছে।

সেনাপ্রধানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া লেবাননে সৌদি আরবের প্রভাবের পুনরুত্থানেরও ইঙ্গিত দেয়; যেখানে রিয়াদের ভূমিকা ইরান এবং হিজবুল্লাহ অনেক আগেই নস্যাৎ করে দিয়েছিল।

বৈরুত থেকে আল জাজিরার এক সাংবাদিক বলেন, লেবাননে ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। কারণ লেবাননের সঙ্গে ইসরাইলের যুদ্ধ হিজবুল্লাহকে ‘দুর্বল’ করে তুলেছে।

তিনি আরও বলেন, ‘দেশটির পুনর্গঠনের জন্য কোটি কোটি ডলারের অর্থের প্রয়োজন এবং সেই অর্থ ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না লেবানন এমন একজন প্রেসিডেন্ট নির্বাচন করে যাকে আন্তর্জাতিক সম্প্রদায় সংস্কারমুখী বলে মনে করে।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিবের পদ স্থগিত শিরোনাম গাজা উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র, বলছেন ট্রাম্প শিরোনাম সিনিয়র সচিব, গ্রেড-১ পদ বিলুপ্তির সুপারিশ শিরোনাম হামলার পর প্রথমবার সংবাদমাধ্যমে এসে যা বললেন সাইফ শিরোনাম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও দুই-তিন মাস অপেক্ষা করতে হবে শিরোনাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের জন্মদিন আজ