গাজীপুরে প্লাস্টিক পণ্যের কারখানা পলিকন বন্ধ ঘোষণা
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানা পলিকন লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কারখানার ফটকে নোটিশ টাঙিয়ে বন্ধ ঘোষণা করা হয়। কারণ হিসেবে এক বছর আগের ডলার সংকট ও লোডশেডিংয়ের কথা বলা হয়েছে।
নোটিশে বলা হয়, ডলার সংকটে এক বছরেরও বেশি সময় ধরে কর্তৃপক্ষ কাঁচামাল আমদানি করতে পারেনি। এর আগে ২০২৩ সালের জুন থেকে লোডশেডিংয়ের কারণে কারখানার উৎপাদন ৮০ শতাংশ কমে যায়। পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহিরের সই করা নোটিশে বলা হয়, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ধাপে ধাপে শ্রমিক-কর্মচারীদের সব বকেয়া বেতন পরিশোধ করা হবে।
এতে বলা হয়, ব্যাংকের লোন, বকেয়া বেতন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল– কোনোটাই সঠিকভাবে গত আড়াই বছর শোধ করতে না পারায় ৪০ বছরের প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হলো।
কারখানার শ্রমিকরা জানান, দীর্ঘদিন তারা সেখানে চাকরি করেছেন। সকালে এসে দেখেন, প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর সুপার একেএম জহিরুল ইসলাম সমকালকে বলেন, কারখানাটি পুরোনো। শ্রমিকের সংখ্যাও তুলনামূলক কম। নানা কারণ দেখিয়ে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী রোববার নভেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে তারা জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com