ঢাকা, ০৯ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

কুয়েটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে ২৩ পরীক্ষার্থী

Publish : 05:27 AM, 09 January 2025.
কুয়েটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে ২৩ পরীক্ষার্থী

কুয়েটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে ২৩ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েটে) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। তিন অনুষদের ১৬টি বিভাগের ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে এবার পরীক্ষার্থী ২৪ হাজার ৫২৭ জন। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়বেন ২৩ পরীক্ষার্থী। কুয়েট ক্যাম্পাসসহ মোট ১১টি ভেন্যুর ৪৪৭‌টি কক্ষে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

মঙ্গলবার সকালে কুয়েটের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। 

তিনি বলেন, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা আগের যে কোনো বছরের চেয়ে বেশি। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশ করা যাবে। পরীক্ষা নির্বিঘ্ন করতে নগরীর যানজট নিরসনসহ বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেন, পরীক্ষার কক্ষভি‌ত্তিক আসন বিন্যাস ১০ জানুয়া‌রি প্রকাশ করা হ‌বে। গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল গুচ্ছের অধীনে পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া হ‌চ্ছে। পরীক্ষার ফল বা মেধাতালিকা প্রকাশ করা হ‌বে আগামী ২৬ জানুয়ারি। সেশনজট নিরসনের জন্য দে‌শের মধ্যে সবার আগে কুয়েটের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।

বিফ্রিংয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম থানার ভেতর থেকে ওসির ঝুলন্ত লাশ উদ্ধার শিরোনাম শীতকালে সোয়েটার-মোজা পরে ঘুমালে হতে পারে যে বিপদ! শিরোনাম সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে শিরোনাম টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল নিয়ে যা বললেন বাণিজ্য উপদেষ্টা শিরোনাম আদালতের নথির বস্তা মিলল ভাঙারির দোকানে শিরোনাম বিএনপির ২৪২৯ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ ট্রাইব্যুনালে