ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে

Publish : 09:58 PM, 10 January 2025.
সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে

সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর (স্কিমের ধরন অনুযায়ী) মুনাফার হার ১২ দশমিক ২৫ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত হতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বুধবার (৮ জানুয়ারি) বর্ধিত হার নির্ধারণের আদেশ জারি করতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (আইআরডি) অনুরোধ করে। অর্থ বিভাগের তৈরি এ বিষয়ে প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সুপারিশটি এসেছে অর্থসচিবের নেতৃত্বাধীন নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটি (সিডিএমসি) থেকে। যাকে সহায়তা করেছে অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ বিভাগ সূত্র জানায়, সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ ৫ বছর মেয়াদি ও ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদহার অনুযায়ী করা হবে। নতুন মুনাফার হার নির্ধারণে এ দুই ধরনের ট্রেজারি বন্ডের সর্বশেষ ছয়টি নিলামকে বিবেচনায় আনা হবে। ছয় মাসের বন্ডের সুদের গড় হার ঠিক করা হয়েছে। এটি হবে ১২ দশমিক ২৫ থেকে ১২ দশমিক ৩৭ শতাংশ পর্যন্ত।

সঞ্চয় অধিদপ্তরের চালু সঞ্চয় কর্মসূচির মধ্যে রয়েছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব ও ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব। এছাড়া প্রবাসীদের জন্য তিনটি বন্ড রয়েছে। ওয়েজ আর্নারস ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড। তবে চিঠিতে বন্ডের মুনাফার হারের কোনো পরিবর্তন আনার কথা বলা হয়নি। এ তিনটিও সঞ্চয় কর্মসূচি।

আইআরডিকে পাঠানো চিঠিতে বলা হয়, সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হবে ৫ বছর মেয়াদি ও ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার অনুযায়ী। তবে নতুন মুনাফার হার নির্ধারণ করতে এ দুই ধরনের ট্রেজারি বন্ডের সর্বশেষ ছয়টি নিলামকে বিবেচনায় রাখতে হবে। ছয় মাসের বন্ডের সুদের গড় হার বেরও করে দিয়েছে অর্থ বিভাগ।

নতুন হার হবে চলতি মাস জানুয়ারির ১ তারিখ থেকে জুন মাস পর্যন্ত। ছয় মাস পর নতুন হার নির্ধারণ করা হবে, যা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য হবে। তবে নতুন হার নতুন বিনিয়োগকারীর জন্য প্রযোজ্য হবে। চলতি মাসে ১ তারিখ থেকে আগের বিনিয়োগকারীরা মুনাফা আগের হারেই পাবেন।

মুনাফার এ হার ১২ দশমিক ২৫ থেকে ১২ দশমিক ৩৭ শতাংশ পর্যন্ত। অর্থাৎ বর্ধিত হারের কারণে কোনো সঞ্চয়পত্রের মুনাফা ১২ শতাংশের কম হবে না। সবচেয়ে কম মুনাফা (১২.২৫ শতাংশ) পাওয়া যাবে ডাকঘর সঞ্চয় ব্যাংকের বিপরীতে। সবচেয়ে বেশি মুনাফা (১২.৫৫ শতাংশ) পাওয়া যাবে পেনশনার সঞ্চয়পত্রে।

সুদহার পরিবর্তনের সঙ্গে বিনিয়োগকারীদের ধাপেও পরিবর্তন আনার কথা বলা হয়েছে পাঠানো চিঠিতে। বর্তমানে ১৫ লাখ টাকা; ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা এবং ৩০ লাখ ১ টাকার বেশি, এই তিন ধাপ রয়েছে। প্রতিটি ধাপে আলাদা মুনাফার হার রয়েছে।

তবে নতুন নিয়মে দুটি ধাপের কথা বলা হয়েছে। একটি ধাপে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারীরা। আর অন্য ধাপে ধাপে এর ওপরের বিনিয়োগকারীরা থাকবেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাসিনাসহ সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত শিরোনাম ৬ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো শিরোনাম বিদেশ ভ্রমণে বাধা নেই ব্যাংকারদের শিরোনাম শিক্ষা ভবনের সামনে ৩৫ প্রত্যাশীদের অবস্থান শিরোনাম চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা শিরোনাম পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক চূড়ান্ত