ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

ইসরায়েলের হামলার সময় ইয়েমেনের বিমানবন্দরে ছিলেন ডব্লিউএইচওর প্রধান

Publish : 09:40 PM, 26 December 2024.
ইসরায়েলের হামলার সময় ইয়েমেনের বিমানবন্দরে ছিলেন ডব্লিউএইচওর প্রধান

ইসরায়েলের হামলার সময় ইয়েমেনের বিমানবন্দরে ছিলেন ডব্লিউএইচওর প্রধান

আন্তর্জাতিক ডেস্ক :

ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে হামলার সময় সেই স্থানেই ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। তবে হামলার পর তিনি নিরাপদে আছেন বলে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন। 

ইয়েমেনে জাতিসংঘের যেসব কর্মকর্তা বন্দি রয়েছেন, তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন ডব্লিউএইচওপ্রধান। তার সেখানে যাওয়ার আরেকটি উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন।

ডব্লিউএইচও প্রধান এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘(ইসরায়েলের হামলায়) আমাদের উড়োজাহাজের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।’ 

তিনি আরও বলেন, বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন। তবে তাঁদের যাত্রায় বিলম্ব হয়েছে।

ওই পোস্টে তিনি বলেন, বৃহস্পতিবার তাঁদের ওই কাজ শেষ হয়েছে। এরপর তাঁরা বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠতে যাচ্ছিলেন। তখন সেখানে হামলার ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়েসহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের হামলা চালানোর এক দিন পরই পাল্টা এই হামলা চালাল ইসরায়েলি বাহিনী।

গত সপ্তাহে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইয়েমেনের হুতিরা। গাজায় ইসরায়েলের ‘হত্যাযজ্ঞের’ প্রতিক্রিয়ায় এ হামলার কথা জানায় হুতিরা। গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য এ ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে তারা। গত সপ্তাহে হুতিদের ওই হামলায় অন্তত ১২ ইসরায়েলি আহত হন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ডিজিটাল প্ল্যাটফর্মে শমরিতা হাসপাতাল লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা শিরোনাম স্মিথের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার রানের পাহাড় শিরোনাম ৫ বছর পর আবারও দেশের মাহফিল মঞ্চে আজহারি শিরোনাম পানির ট্যাংকে লুকিয়েও রেহাই পেলেন না আ. লীগ নেত্রী কাবেরী শিরোনাম ১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার রাজ্জাক শিরোনাম মামলা নিয়ে বাণিজ্য : বিএনপিপন্থি আইনজীবীদের বৃহস্পতি তুঙ্গে, বাকিরা লাটে