৫ বছর পর আবারও দেশের মাহফিল মঞ্চে আজহারি
দীর্ঘ পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি।
আজ শুক্রবার কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে আবারও দেশের মাহফিলের মঞ্চে দেখা যাবে এই আলোচিত ইসলামী স্কলারকে।
এর আগে ২০২০ সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান মাওলানা মিজানুর রহমান আজহারি। দেশত্যাগ প্রসঙ্গে ২০২০ সালের ২৯ জানুয়ারি নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, ‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।
তিনি আরও লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এ বছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।
দীর্ঘ চার বছর আর দেশে ফেরেননি আজহারি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে ২ অক্টোবর দেশে ফিরে আসেন তিনি। এক সপ্তাহ দেশে থেকে আবারও মালয়েশিয়া চলে যান।
এবার ২৬ ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশ নেওয়ার ঘোষণা দিলেন আজহারি। দেশের প্রত্যেকটি বিভাগে মাহফিলে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
দেশে ফিরেই গতকাল ফেসবুকে পোস্টে মিজানুর রহমান আজহারি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল (আজ শুক্রবার) কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করব। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ।’
তিনি আরও লেখেন, ‘প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম-ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন।’
প্রসঙ্গত, মিজানুর রহমান আজহারি ২০২০ সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে কিছু হিন্দু ধর্মাবলম্বী ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল। এরপরই লক্ষ্মীপুরে আরেক মাহফিলে ১২জন ভারতীয় নাগরিক তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ ঘটনাটিও ব্যাপক আলোচনার জন্ম দেয়। আলোচিত ওই হিন্দু পরিবারটি ভারত থেকে এসেছিল। তখন বাংলাদেশের পুলিশ ১২ জনকেই আটক করে তাদের ভারতে ফেরত পাঠিয়ে দেয়।
উল্লেখ্য, সেই সময়ে তৎকালীন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারিকে জামাতসংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর গণমাধ্যমকে মিজানুর রহমান আজহারির এক আত্মীয় জানিয়েছিলেন, সবশেষ দুটি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারি।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com