শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সার্বিয়া
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে রোববার হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। এ আন্দোলনের নেতৃত্বে ছিলেন শিক্ষার্থীরা।
তবে কৃষক, শ্রমিক, শিক্ষকেরাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সাত সপ্তাহ ধরে বেলগ্রেডে একের পর এক আন্দোলন হচ্ছে। তবে রোববারের জমায়েত ছিল ঐতিহাসিক।
সরকারের হিসাব অনুযায়ী, অন্তত ২৯ হাজার মানুষের জমায়েত হয়েছে ওই দিন। উত্তর সার্বিয়ার নভি সাদ রেলস্টেশনের ছাদ ভেঙে পড়েছিল। এতে ১৫ জনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে, দুর্নীতির কারণে ওই দুর্ঘটনা ঘটেছে। এরপরেই সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয়। চাপের মুখে এরই মধ্যে সরকার ১৩ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন মন্ত্রীও ছিলেন। ডয়চে ভেলে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com