ফের ব্যর্থ লিটন, ১১ রানেই নেই দুই উইকেট
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন অধিনায়ক লিটন দাস। এরপর বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। খেলা শুরু হতেই আরেকটি উইকেটের পতন। রোস্টন চেজের স্পিনে বোল্ড তানজিদ। ৪ বলে ২ রানে আউট তিনি। চারে ব্যাটিংয়ে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৩ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে মিরাজের সঙ্গী সৌম্য।
বাংলাদেশ দলে এক পরিবর্তন। আফিফ হোসেনের জায়গায় দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ দলে কোনো পরিবর্তন নেই।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী, মেহেদী হাসান, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল (অধিনায়ক), গুড়াকেশ মোতি, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com