ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

আইভরি কোস্টে দুই মিনিবাসের সংঘর্ষ, নিহত ২৬

Publish : 06:43 AM, 08 December 2024.
আইভরি কোস্টে দুই মিনিবাসের সংঘর্ষ, নিহত ২৬

আইভরি কোস্টে দুই মিনিবাসের সংঘর্ষ, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক :

আইভরি কোস্টের পশ্চিমাঞ্চলে দুটি মিনিবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রতিবেদন মতে, শুক্রবার (৬ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলের ব্রোকুয়া গ্রামের কাছে ডালোয়া-ইসিয়া সড়কে দুটি মিনিবাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরই গাড়িতে আগুন ধরে যায়। দেশটির সড়ক পরিবহনের মহাপরিচালক ওমর সাকো জানিয়েছেন, এ ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে।

কিছু রাস্তা এবং যানবাহনের খারাপ অবস্থার কারণে এবং গাড়ি চালকরা ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটছে৷

গত মাসে গাগনোয়া শহরের কাছে দুর্ঘটনায় ২০ জন নিহত হয়। এর আগে গত সেপ্টেম্বরে আইভরি কোস্টের উত্তরাঞ্চলে একটি গাড়ি ও একটি ট্যাঙ্কারের সংঘর্ষে ১৩ জন দগ্ধ হন।

পরিবহন মন্ত্রণালয়ের মতে, আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর গড়ে ১ হাজার থেকে দেড় হাজার মানুষ মারা যায়। 

তবে সড়ক দুর্ঘটনা কমাতে সাম্প্রতিক বছরগুলোতে সরকার দক্ষ চালকদের লাইসেন্স প্রদান, পাঁচ বছরের বেশি পুরনো গাড়ি আমদানির ওপর নিষেধাজ্ঞা, রাস্তার রক্ষণাবেক্ষণ এবং ভিডিও ক্যামেরা স্থাপনসহ একাধিক ব্যবস্থা চালু করেছে। 

 
Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফায়ার ফাইটার নিহতের দায় নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন শিরোনাম ফেনী জেলা যুবদলের কমিটির পদ পেতে জোর লবিং শিরোনাম বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ শিরোনাম ভয় পেলেন না সোনাক্ষী-জহির, ক্যামেরার সামনেই ঘটালেন সাহসী কাণ্ড! শিরোনাম আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা