ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

Publish : 06:59 AM, 07 December 2024.
ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার উত্তর সুলাওসি প্রদেশ। স্থানীয় সময় শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে সুলাওসি দ্বীপপুঞ্জে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। খবর সিনহুয়া নিউজ।

দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বুওল রিজেন্সির ৭৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং সমুদ্রতলের ২১ কিলোমিটার গভীরে।

সংস্থাটি আরও জানিয়েছে, বুওল রিজেন্সি এবং টলিটোলি রিজেন্সিতে ভূমিকম্পের তীব্রতা ৩ এবং ৪ এমএমআই (মডিফাইড মেরকালি ইনটেনসিটি) এর মধ্যে রেকর্ড করা হয়েছে। এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এ কারণে সুনামির সতকর্তা জারি করা হয়নি।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা এম ইহসান সিনহুয়া নিউজকে বলেছেন, ‘এখন পর্যন্ত, কম্পনের ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো প্রাথমিক খবর পাওয়া যায়নি। তবে ঝুঁকি মূল্যায়ন চলছে।’

প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। এছাড়া দেশটিতে প্রায় ১২৭টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। 

২০০৪ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের আঘাতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সুনামির ঘটনা ঘটে। সেসময় সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তাতে ইন্দোনেশিয়া থেকে সুদূর দক্ষিণ আফ্রিকা পর্যন্ত দুই লাখ ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান। এর মধ্যে এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ মারা যায় ইন্দোনেশিয়ায়।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফায়ার ফাইটার নিহতের দায় নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন শিরোনাম ফেনী জেলা যুবদলের কমিটির পদ পেতে জোর লবিং শিরোনাম বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ শিরোনাম ভয় পেলেন না সোনাক্ষী-জহির, ক্যামেরার সামনেই ঘটালেন সাহসী কাণ্ড! শিরোনাম আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা