আজ বৈঠকে বসছে সিরিয়া, ইরাক ও ইরান
সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ শুক্রবার বাগদাদে বৈঠকে বসছে সিরিয়া, ইরাক ও ইরান। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসাইন মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে সিরিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই বৈঠক করবেন। বৃহস্পতিবার ইরাকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের
তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরাকে এমন এক সময় বৈঠকে বসছেন। যখন মধ্যপ্রাচ্যে সিরিয়া নিয়ে নতুন করে উত্তজনা তৈরি হয়েছে। দেশটির দুটি গুরুত্বপূর্ণ শহর দখল করেছে বিদ্রোহীরা। গত সপ্তাহে সিরিয়ার উত্তর সিটি আলেপ্পো দখল করে তারা। এরপর গতকাল হামা দখল করে তারা। এর ফলে ইরান সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারে টিকে থাকা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গতকাল বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে গেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাশাম সাববাগ। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের (আইএনএ) খবরে বলা হয়েছে, আজ শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ইরাকে যাবেন।
ইরাকি এবং সিরিয়া সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহযোগিতায় ইরাকি কিছু যোদ্ধা চলতি সপ্তাহে সিরিয়ায় ঢুকে পড়েছে। এছাড়া ইরাক-ইরান সমর্থিত আধাসামরিক বাহিনী হাশদ আল-শাবি সিরিয়া সীমান্তে জড়ো হয়েছে। বলা হচ্ছে, ইরাকের সুরক্ষায় এই বাহিনী অত্যন্ত কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করেছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com