ঢাকা, ০৪ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

দল পরিচালনা ও করণীয় নির্ধারণে লন্ডন গেলেন মির্জা ফখরুল

Publish : 01:14 AM, 01 December 2024.
দল পরিচালনা ও করণীয় নির্ধারণে লন্ডন গেলেন মির্জা ফখরুল

দল পরিচালনা ও করণীয় নির্ধারণে লন্ডন গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :

আগামী দিনের রাজনীতি, দলের করণীয়সহ নানাবিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা ও দিক নির্দেশনা নিতে আজ লন্ডন গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিবের লন্ডন যাওয়ার বিষয়ে দলটির একাধিক নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন।

আগামী ডিসেম্বরে উন্নত চিকিৎসার জন্য লন্ডন হয়ে আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে দল পরিচালনা ও করণীয় নির্ধারণে মির্জা ফখরুল কীভাবে দলের নেতাদের নিয়ে দল পরিচালনা করবেন তা উঠে আসবে আলোচনায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক ভাইস চেয়ারম্যান বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক দিনে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম চলছে।

সম্প্রতি ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর নানা ঘটনা ঘটছে। বিশেষ করে ভারত প্রতিবাদ জানিয়েছে। অন্তর্বর্তী সরকার এ নিয়ে নানা বক্তব্য দিচ্ছে। এ ছাড়া রাজপথে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম চলছে। দেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। এমন প্রেক্ষাপটে দলের মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। তাই দলের শীর্ষ দুই নেতার বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ১০ দিনের সফরে শনিবার লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল। আগামী ১১ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন আগামী ১৩ ডিসেম্বর। সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর এক সদস্য বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পর বিএনপি অন্তর্বর্তী সরকারকে পুরোপুরি সমর্থন দিচ্ছে। সরকারের সংস্কারের উদ্যোগেও সহযোগিতা করছে দলটি। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে।

পাশাপাশি দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

কিন্তু সরকারের দিক থেকে এসব বিষয়ে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এরই মধ্যে গত বুধবার বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে চলমান বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। এমন প্রেক্ষাপটে মির্জা ফখরুল লন্ডন যাচ্ছেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে। সাক্ষাতে দেশে চলমান রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মুন্নী সাহার ব্যাংকে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি টাকা শিরোনাম তামান্নার উপলব্ধি শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমু-কামরুল শিরোনাম নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন নান্দি নাদাইতওয়া শিরোনাম চিন্ময় দাসকে গ্রেপ্তার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র শিরোনাম রাউজানের শীর্ষ সন্ত্রাসী জানে আলম গ্রেপ্তার