ঢাকা, ০৪ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

‘দায়িত্বশীল মুসলমানরা উগ্র গোষ্ঠীর ফাঁদে পা দেয়নি’

Publish : 01:55 PM, 02 December 2024.
‘দায়িত্বশীল মুসলমানরা উগ্র গোষ্ঠীর ফাঁদে পা দেয়নি’

‘দায়িত্বশীল মুসলমানরা উগ্র গোষ্ঠীর ফাঁদে পা দেয়নি’

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি উগ্র গোষ্ঠী চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করে দেশকে শ্মশানে পরিণত করতে চেয়েছিল, তবে এদেশের দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি।  সোমবার (২ ডিসেম্বর) সকালে ঝালকাঠিতে আয়োজিত ‘ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ২০২৪’– এর প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, ‘আমরা ধৈর্য্য ধরেছি দেশের মানুষকে শান্ত করেছি। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্ট্রান সকলে ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে। কোনো ধর্মীয় উপাসনালয় কাউকে পাহারা দিতে হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোর্ট কাচারী অফিস আদালতে কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না। কৃষক তার ফসলের নায্য দাম পাবেন, শ্রমিক পাবেন তার ঘামের মজুরি। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না। সবাইকে তার অধিকার সম্মানের সাথে দেওয়া হবে। লেখাপড়া করে এদেশের যুবকেরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না। শিক্ষা অর্জন করে সাথে সাথে কাজ পাবেন।’

‘দ্বিতীয় স্বাধীনতা’ প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘আবু সাঈদ আমাদের এই স্বাধীনতা যুদ্ধের প্রধান আইকন ও সেনাপতি। তিনি অধিকার চেয়েছিলেন কিন্তু তাকে পর পর তিনটি গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তাকে সেল্যুট জানাই।’

সমাবেশে জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন ও জামায়াত নেতা মাসুদ সাঈদী।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মুন্নী সাহার ব্যাংকে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি টাকা শিরোনাম তামান্নার উপলব্ধি শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমু-কামরুল শিরোনাম নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন নান্দি নাদাইতওয়া শিরোনাম চিন্ময় দাসকে গ্রেপ্তার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র শিরোনাম রাউজানের শীর্ষ সন্ত্রাসী জানে আলম গ্রেপ্তার