ঢাকা, ০৪ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন গড়ার পালা

Publish : 04:35 AM, 29 November 2024.
দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন গড়ার পালা

দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন গড়ার পালা

নিজস্ব প্রতিবেদক :

দেশ এখন স্বৈরাচার মুক্ত, এখন গড়ার পালা। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীতে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। সেখানে সবাইকে মূল্যায়ন করা হবে যোগ্যতার ভিত্তিতে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শহীদ জিয়ার সময়ে নতুন কুড়ির মত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভালো সাংস্কৃতিক কর্মী এবং দক্ষ খেলোয়াড় তৈরিতে দৃষ্টি রাখবেন। শুধু ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করলেই হবে না ভালো খেলোয়াড়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজনীতিবিদ তৈরি করতে হবে। সেটা করবে বিএনপি।

তারেক রহমান আরও বলেন, দেশীয় ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় খেলা গুলো বাছাই করে আমরা দেশের তরুণ সমাজের মধ্যে থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করবো। বাহিরের দেশের খেলোয়াড়ের ওপর নির্ভরশীল কমাতে হবে আমাদের। সবকিছু হবে সরকারিভাবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম-সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মুন্নী সাহার ব্যাংকে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি টাকা শিরোনাম তামান্নার উপলব্ধি শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমু-কামরুল শিরোনাম নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন নান্দি নাদাইতওয়া শিরোনাম চিন্ময় দাসকে গ্রেপ্তার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র শিরোনাম রাউজানের শীর্ষ সন্ত্রাসী জানে আলম গ্রেপ্তার