৭ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছে আইভরি কোস্ট। নাইজেরিয়ার বিপক্ষে খেলতে নেমে মাত্র ৭ রানে অলআউট হয়েছে আইসিসির সবচেয়ে নবীন এই সদস্য। আন্তর্জাতিক তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেই এটি সর্বনিম্ন দলীয় স্কোর।
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে মুখোমুখি হয় নাইজেরিয়া ও আইভরি কোস্ট। যেখানে গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে আইল অব মানের করা ১০ রান ও চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়াও ১০ রানে গুটিয়ে যাওয়াকেও ছাপিয়ে যায় আইভরি কোস্ট।
চলতি উপ-আঞ্চলিক বাছাই দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছে ২০২২ সালে আইসিসির সহযোগী সদস্য হিসেবে যুক্ত হওয়া কোত দি ভোয়ার। সিয়েরা লিয়নের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তারা গুটিয়ে যায় ২১ রানে। ম্যাচ হারে ১৬৮ রানের ব্যবধানে।
আর এক দিন পর নাইজেরিয়ার ২৭১ রানের জবাবে দুই অঙ্কও ছুঁতে পারেনি দলটি। ২৬৪ রানের জয় পেয়েছে নাইজেরিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের হিসেবে এর চেয়ে বড় জয় আছে আর দুটি।
গত মাসে গাম্বিয়ার বিপক্ষে ২৯০ রানে জিতে এই রেকর্ডে সবার ওপরে জিম্বাবুয়ে। আর গত বছর মঙ্গোলিয়াকে ২৭৩ রানে হারিয়েছিল নেপাল।
সেলিম সালাউ নাইজেরিয়াকে আড়াইশ ছাড়ানো পুঁজি এনে দেওয়ার কারিগর। ১৩ চার ও ২ ছক্কায় মাত্র ৫৩ বলে ১১২ রান করেন ১৯ বছর বয়সী ব্যাটার। এছাড়া শেষ দিকে আইসেক ওকপি খেলেন ৩ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬৫ রানের ক্যামিও ইনিংস।
পরে কোত দি ভিয়ার হয়ে সর্বোচ্চ ৪ রান করেন ওপেনার ওয়াউত্তারা মোহামেদ। দলের ৬ ব্যাটসম্যান আউট হন রানের খাতা খোলার আগে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com