দুবারের বেশি এমপি হওয়া নিয়ে যা বললেন তারেক রহমান
প্রধানমন্ত্রী দু'বারের বেশি হতে পারবে না এমন প্রস্তাবনার প্রেক্ষিতে পর পর দুবারের বেশি সংসদ সদস্য হতে পারবে কি না বিএনপির নেতার এমন প্রশ্নের জবাব দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এ বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি' শীর্ষক ঢাকা বিভাগ কর্মশালার প্রশ্নোত্তর পর্বে তিনি এ প্রশ্নের জবাব দেন।
প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী পর পর দুবারের বেশি হতে পারবে না তবে কেউ সংসদ সদস্য দুবার বা এর বেশি হতে পারবে কি না সেটা ঠিক করবে জনগণ। কারো যদি জনপ্রিয়তা থাকে, জনগণ তাকে বিশ্বাস করে, ভালবাসে তাহলে সে হবে আর না হয় হবে না।
বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুলের সভাপতিত্বে কর্মশালা সঞ্চালনা করছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক উপকমিটির সদস্য সচিব এবিএম মোশাররফ হোসেন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com