সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা : অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করেই দ্রুত নির্বাচন
অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন : আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। উপদেষ্টা এ সময় আইন মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মকাণ্ড তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘এটি আইন মন্ত্রণালয়ের বিষয় নয়। তবে একটি বিষয় বলি, আমরা মোস্ট এসেনসিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা জাস্ট এই জিনিসটা চাই না, আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। আর এটা চাই না, নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই।’ অন্তর্বর্তী সরকারে যারা আছেন, তাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী বলে উল্লেখ করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে গত ১৫ নভেম্বর। এই সময়ে আইন মন্ত্রণালয়ের নানা কার্যক্রমের তথ্য তুলে ধরেন আইন উপদেষ্টা।
গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন দমনে দায়ের করা প্রায় সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে। ফলে ওই আইনের অধীনে দায়েরকৃত সব স্পিচ-অফেন্স মামলা প্রত্যাহার করা হবে।’ আইন উপদেষ্টা বলেন, ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ বাতিলক্রমে কম্পিউটার-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪ প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই সপ্তাহে এটি জারি হবে।’
আইন মন্ত্রণালয়ের ১০০ দিন
প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচ বিচারপতি, হাইকোর্ট বিভাগে ২৩ জন ও অধস্তন আদালতে ১০৯ জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দিয়েছে আইন মন্ত্রণালয়। অ্যাটর্নি জেনারেল অফিসে অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিলিয়ে মোট ২৪৯ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। অধস্তন আদালতেও আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। উপদেষ্টা জানান, বিজিবির বিস্ফোরক মামলার জন্য ২০ জন ও ৬১ জেলার অধস্তন আদালতগুলোতে ৪ হাজার ৩০০ জন আইন কর্মকর্তা ইতোমধ্যে নিয়োগ প্রদান করা হয়েছে এবং বাকি জেলাগুলোতে আইন কর্মকর্তা নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আসিফ নজরুল বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারপতি নিয়োগ আইনের খসড়া প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বিচারক, রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা এবং আইন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার পরিবারের সদস্যসহ অর্জিত সম্পদের হিসাব বিবরণী ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে।
গুমবিরোধী সনদ অনুসমর্থন ও কমিশন গঠন করা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া সব সংস্কার কমিশন গঠন ও সাচিবিক সহায়তা দেওয়া হচ্ছে। বিচার ব্যবস্থা ডিজিটালাইজেশন হচ্ছে। স্থায়ী সরকারি অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠায় আইন হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বজনদের বিদেশ পাঠান শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার তিন দিন আগে তাঁর আত্মীয়স্বজনদের বিদেশ পাঠান বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘শেখ হাসিনা নেতাকর্মীকে ফেলে নিজে পালিয়েছেন। পালানোর তিন দিন আগে স্বজনদের বিদেশে পাঠিয়েছেন। নেতাকর্মীর উচিত তাঁকে প্রশ্ন করা– কেন তাদের ফেলে পালালেন।’
নিজেকে ১০-এর মধ্যে ৪
১০০ দিনের কাজের জন্য নিজেকে ১০-এর মধ্যে খুব বেশি হলে ৪ নম্বর দেবেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘অভিজ্ঞতার হয়তো ঘাটতি আছে বা যোগ্যতারও হয়তো ঘাটতি আছে। কিন্তু বারবার একটা কথা বলেন, প্রচেষ্টার ঘাটতি নেই।’
১০০ দিনে কোন কাজটি করতে পারেননি– এমন প্রশ্নে আসিফ নজরুল বলেন, ‘যা যা করেছি, তার বাইরে কিছুই করতে পারিনি।’ তবে অতৃপ্তির অনেক জায়গা আছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় আমলাতান্ত্রিক জটিলতার উদাহরণ টেনে আসিফ নজরুল বলেন, তাঁর দপ্তরে একদিন দুই উপদেষ্টা আসেন। তিনি তাদের বলেন, পূর্ণিমা দোকানের (গুলিস্তান) জিলাপি ও শিঙাড়া খুব মজার, খাবেন কিনা। তারা খেতে রাজি হলে সেগুলো আনার জন্য বলেন। কিন্তু এতে সময় লাগে এক ঘণ্টা পাঁচ মিনিট। আসলে সময় লাগার কথা ১৫ মিনিট।
উপদেষ্টা বলেন, ‘দেখা গেল, আমি ওনাকে বলেছি, উনি ওনাকে বলেছেন। পঞ্চম ব্যক্তি যখন আনতে গেছেন, তখন উনি জানেনও না যে এটি জরুরি বা আইন উপদেষ্টা চাচ্ছেন। উনি ওনার ইচ্ছামতো এনেছেন। এটা উদাহরণ নয়। এটা হচ্ছে, এভাবে আমাদের প্রশাসন চলছে।’
‘মামলা বাণিজ্যের’ বিরুদ্ধে ব্যবস্থা
আইন উপদেষ্টা জানান, উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার সম্ভব হবে। এখন যেসব ঢালাও মামলা হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে; তাও প্রতিরোধ হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা মামলা বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিচার বিভাগের পৃথক সচিবালয়
অংশীজনের সঙ্গে বড় পরিসরে সভা করে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘এটা নিয়ে বিভিন্ন রকম মতামত রয়েছে। ওনাদের চিঠিতে বলা হয়েছে, মাসদার হোসেনের রায় কার্যকর করার জন্য পৃথক সচিবালয় দরকার। কিন্তু মাসদার হোসেন নিজে আমাকে বলেছেন, রায়ে পৃথক সচিবালয়ের কথা বলা নেই। এ নিয়ে উচ্চ আদালত, নিম্ন আদালত ও স্টেকহোল্ডারদের নানা মত রয়েছে। বড় পর্যায়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
সরকারের বৈধতায় অধ্যাদেশ নিয়ে কথা হচ্ছে
অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিতে অধ্যাদেশ তৈরির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, ‘এ ধরনের কোনো অধ্যাদেশ চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কথাবার্তা চলছে। তবে পত্রিকা এমনভাবে লিখে দিয়েছে, চূড়ান্ত হয়ে গেছে। কথাবার্তা চলছে, চিন্তা চলছে। এটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে বন্দি বিনিময় চুক্তির আওতায় চাওয়া হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘মামলার যে কোনো পর্যায়ে যে কোনো বন্দিকে ফেরানোর জন্য অনুরোধ করা যাবে।’
‘শক্ত যখন হবো ভালোভাবে হবো’
বিভিন্ন পক্ষের আন্দোলন নিয়ন্ত্রণে কী উদ্যোগ আছে– জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘রাস্তা ব্লক করে সাধারণ মানুষকে জিম্মি করে অসহনীয় জ্যাম সৃষ্টি করে আন্দোলন করলে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আন্দোলন করলে কিছুটা নর্মস থাকা দরকার। সাধারণ মানুষকে জিম্মি করতে পারেন না। কালকে আমি শুনেছি ট্রেনে ইট ছুড়ে সাধারণ মানুষকে আহত করা হয়েছে। এটা কী ধরনের আন্দোলন?’ তিনি বলেন, ‘রাষ্ট্র যদি শক্ত হয়, দু-একজন যদি আহত হয়, গ্রেপ্তার হয়, তবে সেটা সাধারণ মানুষের মধ্যে কষ্ট তৈরি করবে। এটা তো মাথায় রাখতে হয়। তাই শক্ত যখন হবো, ভালোভাবে হবো।’
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com