আ.লীগের নির্বাচনে আসা নিয়ে সারজিসের কড়া হুঁশিয়ারি
আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলের পোস্টে এ কথা জানান।
ওই পোস্টে তিনি আরও লিখেন, ‘গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না। প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে।
এর আগে সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ‘আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা’ শিরোনামে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, আমার সঙ্গে কারও ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয় ৷ কেউ যদি আমার সঙ্গে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে, তবে সে বিষয়টিকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই ৷
সারজিস আলমের ফেসবুক পোস্ট...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নাম ভাঙিয়ে এবং ‘সমন্বয়ক’ বা ‘সহ-সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি, অনৈতিক সুযোগ-সুবিধা নেওয়ার ঘটনা ঘটছে। তেমনি বিড়ম্বনায় পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তিনিও এ নিয়ে বিপত্তিতে পড়েছেন জানিয়ে তার নাম ভাঙিয়ে বা তার সঙ্গে ছবি দেখিয়ে অনৈতিক কোনো সুবিধা দাবি করলে তাতে পাত্তা না দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে সুপারিশ আমি পছন্দ করি না ৷ যোগ্য মানুষগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় যাবে, এমন স্বপ্নই আমি সবসময় দেখি এবং এটাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে প্রাসঙ্গিক৷ কোথাও কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার প্রয়োজন হলে আমি নিজে দায়িত্ব নিয়ে কথা বলি৷ অন্য কাউকে দিয়ে কথা বলানো বা সুপারিশ পাঠানো এসব কাজ আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না।
তিনি লেখেন, কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে তাহলে বলবেন- সরাসরি আমার সঙ্গে কথা বলিয়ে দিতে৷ তখনই সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন৷প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজ থেকে সাবধান।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com