ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৪
Banglar Alo

৫ বছর পর চিলমারীতে বাজবে ট্রেনের হুইসেল

Publish : 03:08 AM, 18 October 2024.
৫ বছর পর চিলমারীতে বাজবে ট্রেনের হুইসেল

৫ বছর পর চিলমারীতে বাজবে ট্রেনের হুইসেল

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ ৫ বছর পর দিনাজপুরের পার্বতীপুর থেকে কুড়িগ্রামের চিলমারী রমনা রেলপথে আবারও ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। ফলে করোনা মহামারীর প্রাদুর্ভাব বন্ধ হওয়ার প্রায় ৫ বছর পর রমনা রেলস্টেশনে বাজবে ট্রেনের হুইসেল।

ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম।

সূত্র জানায়, ২০২০ সালের মার্চে করোনার মহামারীর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সারা দেশের ট্রেন চলাচল বন্ধের সময় রমনা লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যায়। পরে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বাস মালিকদের অনুরোধে লোকোমাস্টার, ইঞ্জিন স্বল্পতা এবং জনবল সংকটের কারণ দেখিয়ে এই পথে পার্বতীপুর-রমনা লোকাল ট্রেন বন্ধ রাখা হয়। তবে ২০২২ সালের ১ মার্চ রমনা লোকাল ট্রেনটির পরিবর্তে চিলমারী কমিউটার নামে একটি ট্রেন চালু করা হয়। কিন্তু ট্রেনটি সুবিধাজনক সময়ে না পৌঁছানো এবং তিস্তা ও কাউনিয়া জংশনে অন্যান্য ট্রেনের সঙ্গে সংযোগ না পাওয়ায় ট্রেনটি জনপ্রিয় হতে পারেনি। তবে দীর্ঘ ৫ বছর পর ট্রেনটি চালু হওয়ার খবরে এ উপজেলার প্রান্তিক পর্যায়ে খুশির আমেজ বইছে। 

রমনা স্টেশন এলাকার আব্দুর রহিম বলেন, ‘দীর্ঘ সাড়ে ৪-৫ বছর পর এই স্টেশনে আবার লোকাল ট্রেনের হুইসেল বাজবে, এতে আমরা অত্যন্ত খুশি। রেলপথে যাতায়াতসহ পণ্য আনা নেওয়ার সুবিধা থেকে দীর্ঘ সময় আমরা বঞ্চিত ছিলাম।’

কলেজশিক্ষার্থী রিফাত হোসেন বলেন, ‘চিলমারী থেকে কুড়িগ্রাম শহরে প্রতিদিন কলেজ যাতায়াতে ১৬০ টাকা খরচ হয়। লোকাল ট্রেনটি চালু হলে আমাদের মতো শিক্ষার্থীদের অনেক উপকার হবে।’

শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান বলেন, ‘আগে রমনা রেলপথে চারটি লোকাল ট্রেন চলতো। সম্প্রতি একটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ট্রেন চালুর মধ্য দিয়ে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর ৩ জেলার মানুষের ভোগান্তি  কমবে। পর্যায়ক্রমে বাকি তিনটি ট্রেনও চালু করা হবে।’

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রমনা লোকাল ট্রেনটি চালু হলে সঠিক সময়ে দিনাজপুরের পার্বতীপুর স্টেশন থেকে ভোর ৫টা ৩০মিনিটে ছেড়ে চিলমারীর রমনা স্টেশনে পৌঁছাবে সকাল ১০টায়। অন্যদিকে, চিলমারীর রমনা স্টেশন থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে পার্বতীপুরে পৌঁছাবে বিকেল ৩টা ২০ মিনিটে।

এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন। ট্রেনটি চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে, চালুর ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত আসবে। সিদ্ধান্ত আসা মাত্রই পার্বতীপুর-রমনা রেলপথে রমনা লোকাল ট্রেনটির হুইসেল বাজবে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গাড়ি পার্কিং নিয়ে বিরোধ : নিউইয়র্কে গুলিতে নিহত বাংলাদেশি কলেজছাত্র শিরোনাম ৫ বছর পর চিলমারীতে বাজবে ট্রেনের হুইসেল শিরোনাম সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস শিরোনাম বাংলাদেশে চরম দারিদ্রসীমায় ৪ কোটি ১৭ লাখ মানুষ: জাতিসংঘ শিরোনাম দেশ-বিদেশে থাকা সাইফুজ্জামানের সম্পদ জব্দের আদেশ শিরোনাম ‘যাদের কথায় আন্দোলনে তারাই ভুলে গেছেন’