এফডিসি জেলখানা মনে হয়: অনন্য মামুন
আসছে অনন্য মামুন পরিচালিত ও মেগাস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। ছবিটির একের পর এক চমক প্রকাশের পর আগ্রহ তৈরি হয়েছে দর্শক মনে। শাকিব খানের নতুন লুক প্রকাশ্যে আসার সঙ্গে আলোচনায় আছেন ছবির পরিচালকও।
এর আগে গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে ‘দরদ’ মুক্তির তারিখ জানিয়ে দেন অনন্য মামুন। এখন চলছে ছবিটি নিয়ে প্রচারণা। সেই সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমে মুখোমুখি হচ্ছেন এই পরিচালক। এরই মধ্যে অনন্য মামুন এক বক্তব্যে জানালেন, ক্ষমতা থাকলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনকে (এফডিসি) লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করে তার চেহারা পালটে দিতেন তিনি।
অনন্য মামুন বলেন,‘আমার কোনো সংগঠনের ওপর রাগ নেই। আমার রাগ সিস্টেমের ওপর। এফডিসিতে মিটিং হয়, কিন্তু ডেভেলপমেন্ট হয় না। কারণ, বাইরে থেকে এসে যারা এফডিসিতে কাজ করতে চায়, তাদের কাছে এফডিসি জেলখানা মনে হয়।’
পরিচালক বলেন,‘আমাদের দেশে বহু ট্যালেন্টেড আছে যারা বিলিয়ন বিলিয়ন কনটেন্ট বানাচ্ছেন। কিন্তু এফডিসিতে আমরা বিশাল ভয়ের জায়গা তৈরি করে রেখেছি। তারা মনে করে, সেখানে গেলে আমাদের এই নিয়ম, সেই নিয়ম এটা, সেটা মানতে হবে। ভিতরে ভিতরে একটা ভয় পায়। অথচ এই সংগঠন একটা ফ্যামিলি-সবাই মিলে আমরা এখানে মজা করব, কিন্তু সেটা যেন একটা ভীতির জায়গা তৈরি হয়ে গেছে।’
অনন্য মামুন এফডিসির আরও কিছু অসঙ্গতিও তুলে ধরেন। তার কথায়, ‘ভবিষ্যতে এফডিসিতে কারা প্রতিনিধি করবে তাদেরকে ডেভেলপ করতে চায়নি আমাদের সিনিয়ররা। তারা যখন বের হয়ে যাচ্ছে, নতুনরা বসে পড়ছে, যারা ওই জায়গার ভারসাম্যটা নিতে পারছে না। এগুলা বললে তো চেয়ার থাকবে না।’
এফডিসির দায়িত্ব দেওয়া হলে কী করবেন অনন্য মামুন, এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, ‘আমি কোনো নেতৃত্বে যেতে চাই না। আমার যদি কোনো প্লানিং করার দায়িত্ব থাকে, আমি দুই বছরের একটা প্লানিং নিব। এই দুই বছরের মধ্যে যদি এফডিসি লাভজনক প্রতিষ্ঠান না হয়, আমাকে যে শাস্তি দেবে সরকার, আমি তাই মেনে নেব। সরকারই কাজ করবে, আমাদের প্ল্যানিংয়ে কাজ করবে। শুধু দুই বছর, এফডিসির চেহারা পালটে যাবে।’
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com