লেবাননে জাতিসংঘ সদর দপ্তরে ইসরায়েলে ট্যাংক হামলা
লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলায় দুজন জাতিসংঘ শান্তিরক্ষী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির সদর দপ্তরে আইডিএফ ট্যাংক হামলা চালায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী জানায়, বাহিনীর প্রধান সদর দপ্তরের একটি ওয়াচটাওয়ারে গুলি ও গোলা নিক্ষেপ করে। এতে টাওয়ারটি ভেঙে পড়ে। সেখানে তাদের দুজন শান্তিরক্ষী আহত হয়েছেন।
ইসরায়েল স্বীকার করেছে এই সেখানে তারা হামলা চালিয়েছে। তাদের দাবি, জাতিসংঘের চৌকির কাছেই হিজবুল্লাহ ছিল। ইতালি জানিয়েছে এই ঘটনায় ইসরায়েলকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করা হতে পারে।
শান্তিরক্ষী বাহিনী বলেছে ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ক্রমাগত হামলা করছে। সেখানে তীব্র লড়াই হচ্ছে। অঞ্চলটিতে বেসামরিক নাগরিকরা বাড়িতে ফিরে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com