গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ২৮
গাজায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার হওয়া একটি স্কুলে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৪ জন।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে। গাজার দেইর আল-বালাহ শহরে রেড ক্রিসেন্টের সদরদপ্তরের কাছে রুফাইদা আল-আসলামিয়া স্কুলে বৃহস্পতিবার এ হামলা হয়।
হামলাস্থলের ভিডিওতে দেখা গেছে, লোকজন আহতদেরকে সাহায্য করার জন্য ছুটে যাচ্ছে। চারিদিকে ধুলো আর ধোঁয়ার মেঘ। আহত কয়েকজন শিশুকে স্থানীয় আল আকসা হাসপাতালে চিকিৎসা দিতেও দেখা যায় ভিডিওতে।
ইসরায়েলের সেনাবাহিনী বলছে, স্কুলটিতে হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিচালনা করা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তারা বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা কম রাখতে পদক্ষেপ নিয়েছিল বলেও জানিয়েছে।
আর হামাসের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোগুলোর অপব্যবহারের অভিযোগ করেছে ইসরায়েল। তবে হামাস এমন অভিযোগ আগেও অস্বীকার করেছে।
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ও বৃহস্পতিবার স্কুলে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা ২৮ উল্লেখ করেছে। তারা একে ইসরালি সেনাবাহিনীর নতুন হত্যাযজ্ঞ বলে অভিহিত করেছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com