‘বুড়ির লজ্জা নেই’ ঋতুপর্ণাকে নিয়ে ট্রল
কলকাতার আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় পুরো কলকাতা উত্তাল হয়ে ওঠে। টালিউডের অনেক তারকার মতো অভিনেত্রী ঋতুপর্ণাও হত্যার প্রতিবাদ করতে নেমেছিলেন রাস্তায়। কিন্তু বিধিবাম! এ অভিনেত্রীর প্রতিবাদ নিয়ে বেশ সমালোচনা ঝড় ওঠে সে সময়।
এদিকে আরজি কর কাণ্ডের দুই মাস পেরিয়ে গেলেও টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে সমালোচনা এখনো থেমে নেই ।
গত সোমবার পূজা উপলক্ষ্যে একটি ভিডিও শেয়ার করেন ঋতুপর্ণা। সেই ভিডিওর নিচে অনেকেই নানা ধরনের মন্তব্য করেন। কেউ এ অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ আরজিকর প্রসঙ্গ টেনে ট্রলও করেছেন।
একজন মন্তব্য করেছেন, ‘তোমাকে দেখে মনেই হয় না বয়স বাড়ছে!’ আরেকজন লেখেন, ‘মিষ্টি দিদি।’
অন্যাদিকে কেউ ট্রল করে লেখেন, ‘ন্যাকামো…আনলিমিটেড।’ আবার আরেকজন লিখেছেন, ‘বুড়ির লজ্জা নেই।’
টালিউড অভিনেত্রী কলকাতাতেই ঋতুপর্ণার জন্ম। খুব অল্পবয়সেই অঙ্কন, নৃত্যশিল্পে দক্ষতা অর্জন করেন। এ অভিনেত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলাবিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হলেও ১৯৮৯ সালে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার পর পড়ালেখায় ইস্তফা দেন।
উল্লেখ্য, নব্বইয়ের দশকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী ও অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে একের পর এক বাণিজ্যিক বাংলা ছবিতে জুটি বেঁধে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন এ অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com