পশ্চিমবঙ্গে কয়লার খনিতে বিস্ফোরণ, নিহত ৭
পশ্চিমবঙ্গের বীরভূমে কয়লার খনিতে বিস্ফোরণে ৭ শ্রমিক নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার দুপুরে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামের গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ডিনামাইট দিয়ে কয়লার খাদান বিস্ফোরণ ঘটাতে গিয়ে অসাবধানতা বসত দুর্ঘটনাটি ঘটে। সেই সময় খাদানে কয়লা ভাঙছিলেন বেশ কয়েকজন শ্রমিক। অসাবধানতার ফলে হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলে ছিন্নভিন্ন হয়ে যান সাত শ্রমিকের দেহ। গুরুতর আহত হন দুই জন। বাকি আরও অনেকেই যারা আশেপাশে ছিলেন, তাঁরাও কমবেশি আহত হয়েছেন।
বীরভূম জেলা প্রশাসন জানায়, দুর্ঘটনার পর দ্রুততার সঙ্গে আহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
জানা যায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিন্নভিন্ন মৃতদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে কি কারণে বিস্ফোরণ এবং কেন বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে গত সপ্তাহেই বীরভূমের মহিষাগড়িয়া গ্রামের কাছেই পাথর ভাঙার কাজ করতে গিয়ে প্রাণ হারান ৩ জন শ্রমিক। ওই সময় পাথরের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছিল তাদের।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com