শেখ হাসিনার বান্ধবী এখনও সচিব থাকবেন: ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে বলে। সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে দেশ ২০ বছর পিছিয়ে যাবে। তারেক রহমান বলেছেন এই সরকারকে বিপর্যস্ত করা যাবে না। তাই বলে কি শেখ হাসিনার বান্ধবী এখনও সচিব থাকবেন।
সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদের ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, আগামীর নির্বাচন ও তারেক রহমান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তারেক রহমান বলেছেন এই সরকারকে বিপর্যস্ত করা যাবে না। তাই বলে কি শেখ হাসিনার বান্ধবী এখনও সচিব থাকবেন।
সাবেক এই চিপ হুইপ বলেন, বাংলাদেশে প্রথম দরকার নির্বাচন কমিশনকে সংস্কার করা। তবে এই সংস্কারের সময় যেন মঈন-ফখরুদ্দিনের মতো না হয়।
সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আবদিন ফারুক বলেন, নির্বাচনের রোডম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা ওয়ান ইলেভেনের সরকার না। নির্বাচিত সরকার সংবিধান সংশোধন করবে বলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com