ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

ইসরায়েলে বন্দুক হামলায় নারী পুলিশ নিহত, আহত ১০

Publish : 12:18 PM, 08 October 2024.
ইসরায়েলে বন্দুক হামলায় নারী পুলিশ নিহত, আহত ১০

ইসরায়েলে বন্দুক হামলায় নারী পুলিশ নিহত, আহত ১০

আন্তর্জাতিক :

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেরশেবা শহরে রোববার দুপরে বন্দুকধারীর গুলিতে এক নারী পুলিশ সার্জেন্ট নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। ইসরায়েলের পুলিশ এসব তথ্য জানিয়েছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারী পুলিশ সদস্যের নাম শিরা সুসলিক। ১৯ বছর বয়সী সুসলিক ইসরায়েলের সীমান্ত পুলিশের সার্জেন্ট ছিলেন। 

দক্ষিণাঞ্চলীয় শহরের কেন্দ্রীয় বাস স্টেশনে ম্যাকডোনাল্ডসে প্রবেশ করেন একজন বন্দুকধারী। সেখানে থাকা লোকদের ওপর গুলি করেন তিনি। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতদের সোরোকা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন নারী গুরুতর অবস্থায় রয়েছেন। এছাড়াও চারজন পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আইডিএফ জানিয়েছে, বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম আহমাদ আল-উকবি (২৯)। দেশটির হুরার কাছে উকবির অচেনা বেদুইন গ্রামে থাকতেন তিনি। এর আগেও তার নামে মামলার রেকর্ড ছিল। 

এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানায়, বেরশেবা শহরের মধ্যাঞ্চলে যে ঘটনা ঘটেছে, সেটাকে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’ বলে বিবেচনা করা হচ্ছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ

গত সপ্তাহে তেল আবিবে বন্দুকধারীর গুলিতে আট ব্যক্তি নিহত হন। হামাস এ হামলার দায় স্বীকার করে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এটা ছিল অন্যতম ভয়াবহ ঘটনা। তেল আবিবের হামলার দিনই ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কুমিল্লার তিন রেলস্টেশন : সরকারি অর্থ ঢেলে লোটাস কামালের ‘নিরর্থ’ স্টেশন শিরোনাম আসছে সাড়ে ৮ লাখ কোটি টাকার বাজেট শিরোনাম দেশের ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গণ-অভ্যুত্থানে শহীদ ৮৫৮ : সরকারের খসড়া তালিকা প্রকাশ শিরোনাম QR কোডে পেমেন্টে মাথায় রাখবেন যেসব বিষয় শিরোনাম ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের