ইসরায়েলের বন্দরনগরী হাইফায় আঘাত হানল হিজবুল্লাহর রকেট
গাজায় ইসরায়েলের হামলার এক বছর পূর্ণ হয়েছে সোমবার। এরই মধ্যে রোববার ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ভেদ করে দেশটির বন্দরনগরী হাইফায় রকেট ও তিবেরিয়াস শহরে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ১০ জনের মতো আহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ দেশটির ব্যস্ত শহুরে এলাকায় রকেট হামলা চালায়। এর কিছুক্ষণ পরেই তিবেরিয়াস শহরের একটি পৃথক ব্যারেজে একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
হিজবুল্লাহ দাবি করেছে, তারা হাইফার দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ‘ফাদি ১’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
হাইফার হামলার এক ভিডিওতে দেখা যায়, রকেটের আঘাতে একটি গোলচত্বরে ব্যাপক ক্ষতি দেখা গেছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, ব্যারেজের সময় অ্যাপার্টমেন্টের ওপর থেকে ধোঁয়া উঠছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর পরদিন গাজায় হামলা শুরু করে ইসরায়েল। যুদ্ধ এখন আর শুধু গাজায় সীমাবদ্ধ নেই, বরং লেবানন-সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তির প্রাক্কালে লেবানন ও গাজায় হামলা এবং হাইফায় পাল্টা হামলার ঘটনা ঘটল।
স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার হিজবুল্লাহর রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর, হাইফা ছাড়াও দেশটির তিবেরিয়াস শহরে রকেট হামলা হয়েছে। সব মিলিয়ে ১০ জন আহত হয়েছেন।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে রোববার জোরালো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত ইরান-সমর্থিত হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর আর অস্ত্রের মজুতাগারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ ছাড়া লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা অঞ্চলেও হামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com