ভারত থেকে দুবাইয়ে শামীম ওসমান!
শামীম ওসমান ভারতের নিজাম উদ্দিন আউলিয়ার দরগায়- সেপ্টেম্বরে এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিলো। এবার আরেকটি ছবি ভাইরাল হয়েছে। শামীমকে এবার দেখা গেছে দুবাইয়ের একটি শপিং সেন্টারে। সঙ্গে ছিলেন বোরখা পড়া দুই নারী। এদিকে তার দেশত্যাগের বিষয়টিতে ক্ষোভ জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, শামীম ওসমানের পালিয়ে যাওয়ায় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তবে তাকে ধরে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে বলে মনে করছেন আইনজীবীরা।
হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ অসংখ্য অপকর্মের অভিযোগ রয়েছে শামীম ওসমানসহ ওসমান পরিবারের বিরুদ্ধে। ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর জনরোষের মুখে নারায়ণগঞ্জ ত্যাগ করে শামীম ওসমান ও তার ক্যাডার বাহিনী। তিনি দেশে না বিদেশে এ নিয়ে যখন ব্যাপক জল্পনা-কল্পনা চলছিলো তখন গত ৫ সেপ্টেম্বর তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা যায়। ফ্রিল্যান্স ফটোগ্রাফার মনির তার ছবি তোলেন সেখানে। সেখানে তাকে কিছুটা চিন্তিত, বিধ্বস্ত দেখা যাচ্ছিলো। ভারতে নারায়ণগঞ্জের কয়েকজন পর্যটক দেখা পেয়েছিলেন অয়ন ওসমানের শ্বশুর নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলের মালিক ফয়েজউদ্দিন আহমেদ লাভলুর।
এরপর গত মঙ্গলবার (১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা। তার পড়নে ছিলো হাল্কা বাদামী রঙের শার্ট ও কালো প্যান্ট। সে সময় শামীম ওসমানের সঙ্গে বোরকা পরিহিত দুই নারীকে দেখা গেছে। ধারণা করা হচ্ছে- একটি তার স্ত্রী লিপি ওসমান ও তার কন্যা অংকনা ওসমান।
তবে শামীম ওসমানের এক বন্ধু জানান, তার মেয়ে আমেরিকায় পড়াশোনা করে। সে বোরখা পড়ে না। তাই সাথে তার মেয়ে হওয়ার সম্ভাবনা কম। এই দুই নারী ও শামীম ওসমান- তিনজনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। বলা হচ্ছে- সম্প্রতি ভারতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগাতে গিয়ে এই সুতা বেঁধেছেন তারা। আইফোন ১৬ প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন।
সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় পরে ভারতে পালিয়ে যান। পরে সেখান থেকে আমিরাতে যান বলে গুঞ্জন রয়েছে নারায়ণগঞ্জে। শামীম ওসমান, তার ভাই একেএম সেলিম ওসমান, তাদের ভাতিজা আজমেরী ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে শামীম ওসমানের নাম প্রকাশে অনিচ্ছুক ওই বন্ধু জানান। ২০১৭ সালে আমিরাতে আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাই স্কুল প্রতিষ্ঠার জন্য ১ লাখ দিরহাম অনুদানের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান।
শামীম ওসমানের ভারত হয়ে দুবাইয়ে চলে যাওয়ার ছবি ভিডিও ছড়িয়ে পড়লে ক্ষোভ তৈরী হয়েছে নারায়ণগঞ্জে। অসংখ্য অপকর্মের হোতা গডফাদার শামীম ওসমান দুবাইয়ে চলে যাওয়ার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রফিউর রাব্বি বলেন, হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করলো, আমাদের ছেলেদের যারা নৃশংসভাবে খুন করলো তারা কিভাবে পালাতে পারলো? শেখ হাসিনা যাওয়ার পর পর এয়ারপোর্ট বন্ধ করা হলো বলে আমরা শুনলাম। এর অর্থ তখন সব সীমান্তও বন্ধ থাকবে। সে হিসেবে একটা পাখিও তো পালানোর কথা না। তারা পালায় কীভাবে? শামীম ওসমানের পালিয়ে যাওয়াতে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ।
তবে শামীম ওসমান পালালেও তাকে ধরে এনে বিচারের সম্মুখিন করার সুযোগ রয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা গনতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন। তিনি বলেন, বিভিন্ন দেশের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সে চুক্তির আওতায় শামীম ওসমানসহ অপরাধীদের ধরে এনে বিচারের সম্মুখীন করার সুযোগ রয়েছে।
তিনি বলেন, বিগত সরকার না থাকলেও প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের লোকজন রয়েছে। তাই শামীম ওসমান পালাতে পেরেছে।
উল্লেখ্য, ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও তাদের কয়েকশ অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের বঙ্গবন্ধু সড়কে ও জালকুড়িতে আন্দোলনকারীদের ধাওয়া করছেন, গুলি ছুড়ছেন। এছাড়া ত্বকী হত্যার অভিযোগ রয়েছে শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানের বিরুদ্ধে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com