হাসপাতালে রজনীকান্ত!
হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত।
গতকাল সোমবার মধ্যরাতে হৃদরোগ সংক্রান্ত সমস্যা নিয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
এর আগে প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করেছিলেন রজনীকান্ত।
এদিকে সম্প্রতি স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে রাজনীতি থেকেও অবসর নিয়েছেন এ অভিনেতা।
একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রজনীকান্ত। তবে এ বিষয়ে খুব শিগগির আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবেন হাসপাতাল কর্তৃপক্ষ।
তামিল নাড়ুন মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়ে লেখেন, ‘আমার বন্ধু রজনীকান্ত হাসপাতালে ভর্তি। দ্রুত তার আরোগ্য কামনা করছি।’
অভিনেতা-রাজনীতিবিদ শরৎ কুমারও তার মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়ে লেখেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমার প্রিয় বন্ধু রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রার্থনা করছি, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
রজনীকান্তের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়ায় অনেকে তার সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন।
রজনীকান্ত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জেলার’। দীর্ঘ দুই বছর পর এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ফিরেন এই অভিনেতা। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমাটি। বর্তমানে তার হাতে তিনটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে দুটো সিনেমার কাজ শেষ করেছেন। আপাতত ‘কুলি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই সুপারস্টার।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com