ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

খুলে পড়েছিল মেট্রোরেল লাইনের বিয়ারিং প্যাড

Publish : 10:37 AM, 18 September 2024.
খুলে পড়েছিল মেট্রোরেল লাইনের বিয়ারিং প্যাড

খুলে পড়েছিল মেট্রোরেল লাইনের বিয়ারিং প্যাড

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীবাসীর স্বস্থির গণপরিবহন মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে মতিঝিল রুটের মেট্রো চলাচল। বিয়ারিং খুলে পড়ায় ভায়াডাক্টের রুট অ্যালাইনমেন্ট কিছুটা উঁচু-নিচু হয়ে গেছে। ফলে মেট্রোরেল চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।

বুধবার ( ১৮সেপ্টেম্বর) সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়।

সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনের পিলারের বিয়ারিং প্যাডটি লাগানোর কাজ চলছে। এজন্য মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারাসহ মেট্রোরেলের সঙ্গে জড়িত উর্দ্ধতন কর্মকর্তরা সেখানে উপস্থিত হয়েছেন। তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এদিকে ওই খামারবাড়ি থেকে ফার্মগেট পর্যন্ত ওই রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

মেট্রোরেলের এক কর্মকর্তা বলেন, ‘রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের রেলপথের একটি অংশের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটের মেট্রো ট্রেন চলাচল। এটি ঠিক না হওয়া পর্যন্ত এ রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। একটি বিয়ারিং প্যাড ওজন প্রায় ২০০ কেজি। কীভাবে ঘটনাটি ঘটেছে তা খোঁজার চেষ্টা করা হচ্ছে। এটি অস্বাভাবিক ঘটনা বলেও তিনি জানান।’

তিনি আরও বলেন, ‘আমরা সকাল ৮টার পরে বিষয়টি জানতে পেরেছি। তখন থেকে যন্ত্রপাতি আনতে কিছুটা সময় লেগেছে। এখন মেরামতের কাজ চলছে। দুই ঘন্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যুবককে পিটিয়ে হত্যায় ছাত্রলীগ নেতাসহ ঢাবির ৩ শিক্ষার্থী আটক শিরোনাম ঢাবি এবং জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম শুক্রবার খুলছে কাজীপাড়া স্টেশন, মেরামতে খরচ ২০ লাখ শিরোনাম বন্যায় ডুবছে পশ্চিমবঙ্গ, কেন্দ্রীয় সরকারের দিকে আঙ্গুল মমতার শিরোনাম নিরাপত্তার জন্য সাংবাদিকদের হুমকি মনে করছে ইসি শিরোনাম বাঁধনে মুগ্ধ পিনাকী, প্রশংসায় ভরালেন নেটিজেনরা