ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

পিছিয়ে পড়বে তথ্যপ্রযুক্তি খাত, ধাক্কা ক্ষুদ্র উদ্যোগে

Publish : 06:16 AM, 12 January 2025.
পিছিয়ে পড়বে তথ্যপ্রযুক্তি খাত, ধাক্কা ক্ষুদ্র উদ্যোগে

পিছিয়ে পড়বে তথ্যপ্রযুক্তি খাত, ধাক্কা ক্ষুদ্র উদ্যোগে

তথ্য ও প্রযুক্তি ডেস্ক :

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই বছরের শুরুতে বাড়ল মোবাইল কল ও ইন্টারনেট খরচ। সরকারের শুল্ক আরোপের প্রভাবে ব্যয় বাড়ায় তথ্যপ্রযুক্তি খাত পিছিয়ে পড়বে। অনলাইনভিত্তিক ক্ষুদ্র উদ্যোগে বড় ধরনের ধাক্কা লাগবে বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রথমবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে এখন থেকে এক হাজার টাকার সংযোগের জন্য গ্রাহককে মাসে বাড়তি গুনতে হবে ১৫৫। মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক বেড়েছে ৩ শতাংশ। এতে ১০০ টাকায় গ্রাহকের দুই টাকার বেশি খরচ বেড়েছে। এ নিয়ে মোবাইল সেবায় এক অর্থবছরেই শুল্ক বাড়ল ৮ শতাংশ। শুল্ক আরোপে এ খাত থেকে সরকার বছরে অন্তত এক হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে। যদিও সরকার বরাবর ইন্টারনেট ও মোবাইল সেবার খরচ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে।

খাত-সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। মানুষ দৈনন্দিন খরচে কাটছাঁট করছে। কমেছে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারী। গত জুন থেকে নভেম্বরের মধ্যে মোবাইল গ্রাহক কমেছে ৭৩ লাখ; ইন্টারনেটে ৯৪ লাখ। এর মধ্যে আরেক দফা খরচ বৃদ্ধি এ খাতে বিপর্যয় ডেকে আনবে। তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ বাধাগ্রস্ত হবে। ফ্রিল্যান্সারদের খরচ বাড়বে। ফেসবুককেন্দ্রিক এফ কমার্স খাতের ক্ষুদ্র উদ্যোক্তারাও বিপাকে পড়বেন।

বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেটের গতি ও ব্যবহার, ডিজিটাল জীবনমান, প্রযুক্তির ব্যবহার, ই-গভর্নমেন্ট, সাইবার নিরাপত্তা, ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত প্রায় সব বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান তালিকার তলানিতে। ইন্টারনেট ব্যবহার কমলে সূচকগুলোতে আরও অবনমন হবে।

দেশে এখন মোবাইল গ্রাহক ১৮ কোটি ৮৮ লাখ। ইন্টারনেট ব্যবহারকারী ১৩ কোটি ২৮ লাখ। এর মধ্যে ব্রডব্যান্ড সংযোগ এক কোটি ৩৪ লাখ। মোবাইল অপারেটররা বলছেন, শুল্ক বাড়ালেও কাঙ্ক্ষিত রাজস্ব মিলবে না। কারণ মানুষ মোবাইলে কথা বলা কমিয়ে দেবে। ইন্টারনেট ব্যবহারও কমবে।

১০০ টাকা রিচার্জে থাকবে না ৫৬.৩০

নতুন সিদ্ধান্তে মোবাইলে ১০০ টাকা রিচার্জে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হবে ২৯ টাকা ৮ পয়সা। এ ছাড়া রেভিনিউ শেয়ার ও অন্যান্য কর দিতে হবে ৬ টাকা ১০ পয়সা। আর পরোক্ষ কর দিতে হবে আরও ২০ টাকা ৪০ পয়সা। অর্থাৎ গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে কর বাবদ কাটা পড়বে ৫৬ টাকা ৩০ পয়সা। আগে এটি ছিল ৫৪ টাকার মতো। ১০০ টাকা রিচার্জ করে গ্রাহক মোবাইল ফোনে মাত্র ৪৩ টাকা ৭০ পয়সা ব্যবহার করতে পারবেন। আগে চলতি অর্থবছরে (২০২৪-২৫) বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ২০ করা হয়। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মোবাইল ফোনে প্রথম ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল।

প্রতিটি সিম বিক্রিতে ৩০০ টাকা করে কর নেয় সরকার, যা গত অর্থবছরে ছিল ২০০ টাকা। এর বাইরে মোবাইল নেটওয়ার্ক অপারেটরের ওপর করপোরেট ট্যাক্স রয়েছে ৪৫ শতাংশ। বিশ্লেষকদের মতে, শুল্ক যতই বাড়ুক অপারেটরদের ওপর তেমন চাপ পড়বে না। কারণ মোবাইল কোম্পানিগুলো এ খরচ গ্রাহকের পকেট থেকেই তুলবে।

খরচ বাড়বে সবার

মোবাইল ফোন ও ইন্টারনেট খরচ বৃদ্ধির প্রভাব প্রায় সবার ওপরই পড়বে। বর্তমানে মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপর। এর মধ্যে এ শুল্ক বৃদ্ধি বিরূপ প্রভাব ফেলবে। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন, সিম কর, অর্থনৈতিক অবস্থাসহ নানা কারণে গত পাঁচ মাস থেকে মানুষ মোবাইলে কথা কম বলছেন; ইন্টারনেট ব্যবহারও কমিয়ে দিয়েছেন। নতুন সিদ্ধান্তে তা আরও কমতে পারে।

ব্রডব্যান্ড ইন্টারনেটে সম্পূরক শুল্কের বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বলেন, ‘ইন্টারনেট ব্যবহারকারী অনেক কমে যেতে পারে।’ জানতে চাইলে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির সমকালকে বলেন, ‘মোবাইল ও ইন্টারনেট এখন নিত্যপণ্যের মতো। শহর থেকে গ্রাম, ধনী থেকে দরিদ্র– সবাই ফোনে কথা বলেন। প্রবাসীও ইন্টারনেটভিত্তিক অ্যাপে প্রিয়জনের সঙ্গে কথা বলেন। বাড়তি খরচের কারণে কথা বলার পরিমাণ কমে আসবে। ইন্টারনেট ব্যবহারও কমবে। ফেসবুক ও ইন্টারনেট ব্যবহার করে গড়ে ওঠা ফ্রিল্যান্সার এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের খরচ অনেকাংশে বাড়বে। ডিজিটাল বৈষম্য প্রকট হবে।’

তিনি আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তির বিকাশ ও ব্যবহারে বাংলাদেশ এমনিতেই অনেক পিছিয়ে আছে। এখন খরচ বৃদ্ধির কারণে ব্যবহার কমলে এসব সূচকে আরও অবনমন হবে। সরকারের উচিত ইন্টারনেট ও মোবাইল কলের খরচ কমানো।’

তথ্যপ্রযুক্তির সূচকে বাংলাদেশ

সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন্স অ্যাসোসিয়েশন (জিএসএমএ) অক্টোবর মাসের প্রতিবেদন অনুসারে, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিম্ন মধ্যম আয়ের ১২ দেশের স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান ১০ম।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত নভেম্বরে দেশে মোবাইল ফোন গ্রাহক ছিল ১৮ কোটি ৮৮ লাখ। জুনে ছিল ১৯ কোটি ৬১ লাখ। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা জুনে ছিল ১৪ কোটি ২২ লাখ, যা নভেম্বরে কমে হয় ১৩ কোটি ২৮ লাখ।

জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) গত জুনে আইসিটি ডেভেলপমেন্ট ইনডেক্স (আইডিআই) প্রকাশ করে। এতে মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম ও ভুটানের পরেই বাংলাদেশের অবস্থান। আইডিআই সূচকে ১০ নির্দেশকের মধ্যে ৭টিতেই বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের গড় স্কোরের চেয়ে পিছিয়ে। ব্যক্তি ও পরিবারে ইন্টারনেট ব্যবহার, মাথাপিছু আয়ের তুলনায় ডেটা, ব্রডব্যান্ড ও মোবাইল ফোন ব্যবহারেও বাংলাদেশ সবার তলানিতে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রস্তুতি সূচকে (এআইপিআই) বিশ্বের ১৭৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৩তম। তালিকায় ভারত, শ্রীলঙ্কা, ভুটান, রুয়ান্ডা, ঘানাও বাংলাদেশের চেয়ে এগিয়ে।

ডিজিটাল জীবনমান সূচকে বিশ্বের ১২১ দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে ৮২তম অবস্থানে। মার্কিন সাময়িকী সিইও ওয়ার্ল্ড এপ্রিলে ফ্রিল্যান্স কাজের জন্য সেরা গন্তব্যের ৩০ দেশের তালিকা প্রকাশ করে। এতে বাংলাদেশের অবস্থান ২৯তম।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || news@banglaralo24.com || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || ads@banglaralo24.com

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কাউন্সিলের মাধ্যমে হবে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ শিরোনাম শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করা হবে শিরোনাম আমেরিকায় নতুন সাম্রাজ্যবাদ শিরোনাম বাংলাদেশের জনগণের পছন্দকে সম্মান করতে চায় চীন শিরোনাম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য দেশ প্রস্তুত কিনা ভাবতে হবে শিরোনাম শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে তা হবে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন