আফগানিস্তানে বন্দুকধারীদের অতর্কিত হামলা, নিহত ১৪
আফগানিস্তানের মধ্যাঞ্চলে গত বৃহস্পতিবার অতর্কিত হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। তালেবানের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ডেকুন্ডি প্রদেশে হামলার এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে এ নিয়ে তারা কোনো প্রমাণ দেয়নি।
রয়টার্স বলছে, ডেকুন্ডি প্রদেশের অধিকাংশ বাসিন্দা শিয়া মুসলিম। প্রদেশটিকে সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। গত ছয় বছরের মধ্যে দেশটিতে হওয়া অন্যতম প্রাণঘাতী হামলা এটি।
তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনায় নিরীহ মানুষের মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। এই ঘটনার দায়ীদের খুঁজে বের করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছি এবং তাদের বিচারের মুখোমুখি আনার চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com