''আমার নতুন সিনেমা 'নীল টিপ', বিষয়টি সঠিক নয়''
চিত্রনায়িকা শবনম বুবলী ব্যক্তিজীবন নিয়ে আলোচনা থাকলেও তার পেশাগত জীবন স্বাচ্ছন্দ্যে এগিয়ে চলছে। গত বছর নিজের কাজের জন্য তিনি সেরা নায়িকার সম্মান পেয়েছিলেন। চলতি বছরে মুক্তি পাওয়া তার দুটি সিনেমার মধ্যে ‘দেয়ালের দেশ’ ছবিতে তার অভিনয় দর্শকদের প্রশংসা অর্জন করেছে।
এদিকে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ধীর গতি এসেছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। নেই কোনো নতুন ছবির খবর। এরই মধ্যে বুবলী নতুন কাজের খাতা খুলেছেন বলে খবর এলো। যদিও ছবিটির নাম এখনও ঠিক হয়নি।
তবে খবর ছড়িয়েছে মেহেদি হাসানের ‘নীল টিপ’ ছবিতে দেখা যাবে বুবলীকে। শিগগিরই শুরু হবে শুটিং। সম্প্রতি নির্মাতা বুবলী ও সিনেমাটির প্রযোজকের সাথে কয়েকটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ছবি থেকেই চর্চা শুরু। এবার বিষয়টি খোলাসা করলেন বুবলী।
শবনম বুবলী বলেন, কিছু জায়গায় আমার নতুন সিনেমা ‘নীল টিপ’-এর নাম শোনা যাচ্ছে। বিষয়টি সঠিক নয়। আমার নতুন সিনেমার নাম এখনও ঠিক হয়নি। এক বছর আগে আমাদের চুক্তি হয়েছে। গল্প, পরিকল্পনা ও শুটিংয়ের সময়সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে মাত্র। এর বেশি কিছু না। তবে গল্পটা আমার দারুণ লেগেছে। সব কিছু ঠিক থাকলে শুটিংয়ে যাওয়ার আগে আমি নিজেই সবাইকে জানাব।
এদিকে মেহেদি বলেন, বুবলীর সাথে আমাদের কথা হয়েছে। আমরা নাটকের একজন অভিনেতাকে নিতে চাই। এখনও চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। ছবিটির গল্প বুবলীর ওপরই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো। আমিও এই সময় বুবলীর ওপর বাজি ধরেছি। দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে চাই।
বুবলীর হাতে থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে সিয়াম আহমেদের কামব্যাক সিনেমা ‘জংলি’, দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় রোশানের বিপরীতে ‘তুমি যেখানে আমি সেখানে’, কলকাতার ছবি ‘ফ্ল্যাশব্যাক’। এবার নতুন ছবির শুটিংয়ে যোগ দেওয়ার পালা।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com