ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

নীল সাগরের পাড়ে ‘মধুর মুহূর্ত’ উপভোগ করছেন তাহসান-রোজা

Publish : 09:58 PM, 13 January 2025.
নীল সাগরের পাড়ে ‘মধুর মুহূর্ত’ উপভোগ করছেন তাহসান-রোজা

নীল সাগরের পাড়ে ‘মধুর মুহূর্ত’ উপভোগ করছেন তাহসান-রোজা

বিনোদন ডেস্ক :

নতুন বছরের শুরুতে সকলকে চমকে মেক আপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এখন হানিমুনের উদ্দেশে এই নতুন দম্পতি আছেন মালদ্বীপে। সেখানে চমৎকার সময় কাটাচ্ছেন তারা, তা স্পষ্ট।

হানিমুনে গিয়ে তাহসান কোনো ছবি শেয়ার না করলেও তার স্ত্রী রোজা আহমেদ ভাগ করে নিয়েছেন দারুণ কিছু ছবি ও ভিডিও। সেখানে ভেসে ওঠে দুইজনের ভালোবাসায় মাখা এক ‘মধুর মুহূর্ত’। এ সময় তাহসান-রোজা দম্পতির চোখে-মুখে দেখা যায় রোম্যান্টিক আবহ; উচ্ছ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তারা।

ছবিতে দেখা যায়, মালদ্বীপের নীলচে পানির সৈকতে দাঁড়িয়ে রোজা। বালিতে তাদের পায়ের ছাপও স্পষ্ট। লাল গাউনে সাগরপাড় থেকে তাহসানের দিকে হাত বাড়িয়ে তাকিয়েছেন রোজা; সঙ্গে সঙ্গেই 'লালপরী' স্ত্রীকে ক্যামেরাবন্দি করলেন গায়ক।

এদিন রোজার লালের সঙ্গে রং মিলান্তি ছিল তাহসানেরও। লাল শার্টে স্ত্রীকে বাহুডোরে আগলে নেন তাহসান। সেই পোস্টের ক্যাপশনে রোজা লেখেন, ‘জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে, এই ভালোবাসা যেমন শক্তিশালী, তেমন ঐশ্বরিক।’

তাহসান-রোজার এই রোম্যান্টিক মুহূর্ত নিমিষেই নজর কাড়ে নেটিজেনদের; রীতিমতো মুগ্ধতা ছড়ান তাদের অনুরাগীরা।

এর আগে গত ৪ জানুয়ারি সন্ধ্যায় রোজা আহমেদের গলায় মালা দেন তাহসান। এরপর গত ৭ জানুয়ারি সকালে তারা হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপ রওনা হয়। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মরুর বুকে বার্সার রূপকথা শিরোনাম বায়িনদিরের বীরত্বে ম্যানইউর বিজয়গাথা শিরোনাম মামলায় আটকা প্রথম বিভাগ হকি শিরোনাম নামে-বেনামে রয়েছে কয়েকশ কোটি টাকা : মাদকরাজ্যের গডফাদার ফারুকের ভাঙা হাট শিরোনাম যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস : প্রচণ্ড বাতাসে দাবানল আরও ভয়ংকর শিরোনাম খসড়া নীতিমালা চূড়ান্ত : পর্যায়ে ভাতার আওতায় আসছে গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতরা