ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

কম্পিউটারের নিরাপত্তায় অ্যান্টিভাইরাস যেভাবে কাজ করে

Publish : 03:05 AM, 04 September 2024.
কম্পিউটারের নিরাপত্তায় অ্যান্টিভাইরাস যেভাবে কাজ করে

কম্পিউটারের নিরাপত্তায় অ্যান্টিভাইরাস যেভাবে কাজ করে

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

তথ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও দিন দিন বেড়েই চলছে। তাই নিজের অনলাইন উপস্থিতিকে সুরক্ষিত রাখতে প্রয়োজন কিছু বাড়তি সুরক্ষা ব্যবস্থা। বিশেষ করে কম্পিউটারের নিরাপত্তা সম্পর্কে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। কেননা কম্পিউটারে বিভিন্ন ক্ষতিকারক সফটওয়্যার, বা ম্যালওয়্যার, যেমন ভাইরাস সিস্টেমকে ব্যাহত করে, যার ফলে অনেক তথ্য ফাঁস হতে পারে।

যদিও এই ভাইরাসগুলো সব সময় ইন্টারনেটের মাধ্যমে ছড়ায় না, তবে এর ব্যবহারকারীদের অনলাইন কার্যকলাপ ও তথ্য-উপাত্তের সুরক্ষা রাখার দিকে নজর দিতে হবে।

যেভাবে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কম্পিউটারকে নিরাপদ রাখে 

অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো আমাদের কম্পিউটারকে সুরক্ষিত করার জন্য একটি সাশ্রয়ী উপায়। এর মধ্যে অনেকগুলো বিনামূল্যে সুরক্ষা প্রদান, ক্ষতিকারক কোড সনাক্তকরণ, ডাটা সেপারেশন বা ডিলিট করে ফেলার মাধ্যমে প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করে৷ এই প্রোগ্রামগুলো কার্যকর হওয়ার জন্য নিয়মিত আপডেট এবং ক্রমাগত অপারেশন প্রয়োজন।

ভাইরাস থেকে ডিভাইস সুরক্ষিত রাখার টিপস

শুধুমাত্র বিশ্বস্ত জায়গা থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এর অর্থ হল অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরের মতো অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা। অপরিচিত উৎস থেকে সাইডলোডিং অ্যাপ ডাউনলোড করা যাবে না। 

অ্যাপ ডাউনলোড করার আগে রিসার্চ করতে হবে। এমনকি বিশ্বস্ত অ্যাপ স্টোর থেকেও কিছুটা গবেষণা করতে হবে। 

ব্যবহারকারীদের পর্যালোচনা এবং রেটিং পরীক্ষা করতে হবে। যদি কোনো অ্যাপের ডাউনলোড রেটিং এবং পজেটিভ রিভিউ থাকে তবে এটি ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা কম। আরো তথ্যের জন্য অনলাইনে অ্যাপ এবং ডেভেলপার দেখা যেতে পারে।

অ্যাপল ও গুগল নিয়মিত অ্যাপ আপডেট করা হয়, যা ভাইরাস এবং ম্যালওয়্যার থেকে রক্ষা করে৷ তাই সব সময় সর্বশেষ সফটওয়্যার ভার্সন আপডেট করতে হবে।

জরুরি বা সতর্কীকরণ মেসেজগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে, কারণ সেগুলো অপরিচিত বা ক্ষতিকারক উৎস থেকে আসতে পারে৷ কম্পিউটারের জন্য অপরিচিত বা সন্দেহজনক ই-মেইল থেকে অ্যাটাচমেন্ট ডাউনলোড করা এড়িয়ে চলতে হবে। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার শিরোনাম শ্রীলঙ্কায় রাবেয়াদের জয়ের ধারা অব্যাহত শিরোনাম সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানাজুড়ে টাকা আর টাকা শিরোনাম কোমোরোসের প্রেসিডেন্টকে ছুরিকাঘাত শিরোনাম স্বজনপ্রীতির তিক্ততায় রাকুল শিরোনাম আফগানিস্তানে বন্দুকধারীদের অতর্কিত হামলা, নিহত ১৪