ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

ভারতে ইউটিউবের প্রিমিয়াম মেম্বারদের খরচ বাড়ল

Publish : 09:18 AM, 31 August 2024.
ভারতে ইউটিউবের প্রিমিয়াম মেম্বারদের খরচ বাড়ল

ভারতে ইউটিউবের প্রিমিয়াম মেম্বারদের খরচ বাড়ল

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

আপনি কি ইউটিউবের প্রিমিয়াম মেম্বার? তাহলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। এক ধাক্কায় খরচ বাড়ল অনেকটা। এবার ভারতে ইউটিউব সাবস্ক্রিপশনের দাম বাড়াল।

ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীরা বেশ কিছু বাড়তি সুবিধা পান। যেমন, বিজ্ঞাপন ছাড়াই মেলে যেকোনো কিছু দেখার সুযোগ। স্ট্রিমিং কোয়ালিটিও পাওয়া যায় তুলনামূলক ভালো। এছাড়া, অফলাইন ডাউনলোডসহ একাধিক সুবিধা মেলে। এবার এই সুবিধার জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা। 

কত বাড়ল খরচ? 

জানা গেছে, স্টুডেন্ট প্ল্যান (মাসিক), ভারতীয় মুদ্রায় যার মূল্য ছিল ৭৯ টাকা, তা বেড়ে হয়েছে ৮৯ টাকা। ভারতীয় মুদ্রায় ফ্যামিলি প্ল্যানের (মাসিক) আগে খরচ ছিল ১৮৯ টাকা। অর্থাৎ এক ধাক্কায় দর বাড়ছে ৫৮.২০ শতাংশ।

ভারতে ইন্ডিভিজুয়াল প্রিপেইড (মাসিক) প্ল্যানের খরচ আগে ছিল ১৩৯ টাকা। এখন এর জন্য খরচ পড়বে ১৫৯ টাকা। তিন মাসের ইন্ডিভিজুয়াল প্ল্যানের জন্য খরচ বেড়ে হচ্ছে ৩৯৯ টাকা। বার্ষিক প্ল্যানের খরচ ১২৯০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৪৯০ টাকা। জানা গেছে, ইতোমধ্যে নতুন দর চালু হয়েছে। মেম্বারদের ই-মেইল করে নতুন প্ল্যানের দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। 

ধারণা করা হচ্ছে, প্রিমিয়ামের ফিচার আরও আকর্ষণীয় করতে ও ক্রিয়েটরদের সাপোর্ট করতেই এই সিদ্ধান্ত।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাসপাতাল থেকে যাবেন তারেক রহমানের বাসায় : হুইলচেয়ার ছাড়াই হাঁটছেন খালেদা জিয়া শিরোনাম সকালে উচ্ছেদ বিকেলে দখল শিরোনাম বাড়তে পারে মিটারহীন আবাসিক গ্যাসের দাম শিরোনাম যুক্তরাষ্ট্রে দাবানল : লস অ্যাঞ্জেলেস যেন ‘যুদ্ধক্ষেত্র’ শিরোনাম টাকা জমিয়ে মারবেল খেলা শিরোনাম বিএনপি নেতাকর্মীর মিলনমেলা : নির্বাচনে সৈয়দ ফয়সলকে প্রার্থী করার দাবি