৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছেন রিকশাচালকরা
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন প্যাডেলচালিত রিকশাচালকরা।
সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুইশ থেকে তিনশ রিকশাচালক তাদের রিকশা নিয়ে সেখানে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে দুপুর ১২টার দিকে পুলিশ ও সেনাসদস্যরা সড়ক থেকে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোট এই অবস্থান কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভরত রিকশাচালকরা জানান, ব্যাটারিচালিত রিকশার কারণে তাদের আয় কমে গেছে। এজন্য সড়কে এসে প্রতিবাদ করছেন তারা।
চলতি বছরের ১৫ মে রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পরবর্তীতে এর প্রতিবাদে ১৯ মে শত শত ব্যাটারিচালিত রিকশাচালক রাজধানীর মিরপুর-১০ মোড় অবরোধ করেন। পরে ২০ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com