হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়, যাব কোথায়: স্বস্তিকা
একজন নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে কলকাতা। জানা গেছে, ধর্ষণের শিকার হয়েছেন ওই নারী চিকিৎসক এবং পরে তাকে খুন করা হয়। এ নারী চিকিৎসকের মৃত্যুতে ক্ষুব্ধ হয়েছেন অভিনয়শিল্পীরা। এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
আরজি কর মেডিকেল কলেজে এ তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে স্পষ্ট উঠে এসেছে, কর্তব্যরত অবস্থায় হাসপাতালেই যৌন নির্যাতনের শিকার হন ওই নারী চিকিৎসক।
বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি কলকাতায় ঘটে যাওয়া এমন ঘটনায় আর চুপ থাকতে পারলেন না ।
শনিবার সকালেই ইনস্টাগ্রাম পোস্টে এ অভিনেত্রী লেখেন, নিন্দা জানানোর ভাষা নেই। এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর মেয়েটার দোষ, সে ভুলভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলব না। একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? যাব কোথায়?
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com