ইন্টারনেটের গতি নেই, বেড়েছে ভোগান্তি
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ইন্টারনেট বন্ধ হওয়ার পর যে ভোগান্তি শুরু হয়েছে, ইন্টারনেট চালুর পরও তা কমেনি। সোমবার বিকেল থেকে মোবাইল ও ব্রডব্যান্ড উভয় প্রকার ইন্টারনেটের গতি একদম কমে গেছে। অনলাইনের স্বাভাবিক কাজ করতে বা সার্চ করতেই গলদঘর্ম হতে হচ্ছে ব্যবহারকারীদের। বিপাকে কয়েক লাখ অনলাইন উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার।
গতি কমার বিষয়ে মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ইন্টারনেট সেবায় এবার তারা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। তবে দুটি সূত্র জানিয়েছে, টেলিযোগাযোগ অধিদপ্তর (ডট) ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণ করছে। একই সঙ্গে বিভিন্ন ওয়েবসাইটের আইপি এড্রেস (ইন্টারনেট প্রোটোকল ঠিকানা) বন্ধ করছে। এসব কারণে এতে দেশজুড়ে ইন্টারনেটের গতি কমে গেছে। পাশাপাশি কারিগরি সীমাবদ্ধতার কারণে স্বাভাবিক গতিতে ইন্টারনেট সেবা মিলছে না।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতার গত ১৭ জুলাই সন্ধ্যার পর ফোরজি নেটওয়ার্ক বন্ধ করা হয়। পরদিন রাত পৌনে ৯টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। বিগত সময়ে বিভিন্ন সময় সংঘাত, রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে কেন্দ্র করে এলাকাভিত্তিক মোবাইলের ফোরজি সেবা বন্ধ রাখা হলেও এই প্রথম এত দীর্ঘ সময় মোবাইল নেট বন্ধ থাকল। এর মাঝে ১৮ থেকে ২৩ জুলাই ব্রডব্যান্ডও বন্ধ ছিল। ২৩ জুলাই রাত থেকে ধীরে ধীরে দেশজুড়ে ব্রডব্যান্ড উন্মুক্ত করা হয়। গত রোববার বিকেল ৩টায় চালু হয় মোবাইলের ফোরজি সেবা। এক দিন পরই গতকাল দুপুর থেকে আবার ইন্টারনেটের গতি কমে যায়।
ঢাকার বিভিন্ন স্থান থেকে এবং চট্টগ্রাম ও বরিশাল থেকে কয়েকজন ব্যবহারকারী ও ফ্রিল্যান্সার পত্রিকা অফিসে ফোন করে ইন্টারনেটের গতি কমার কারণ সম্পর্কে জানতে চান। জানা গেছে, বাংলাদেশে মোবাইল ফোনে ইন্টারনেটের গতি সাধারণত ১৫ এমবিপিএস পাওয়া যায়। গতকাল সন্ধ্যায় কয়েকটি ফোন থেকে ইন্টারনেটের গতি পরীক্ষার ওয়েবসাইট ফাস্ট ডটকম ব্যবহার করে ফোরজির গতি পাওয়া যায় সর্বোচ্চ ৫ এমবিপিএস। একটি দৈনিক পত্রিকার অনলাইন থেকে জানানো হয়, গতকাল দুপুরের পর থেকে নিউজ আপলোড করতে প্রচুর সময় লাগছে।
খাত-সংশ্লিষ্টরা বলছেন, কয়েক দিন বন্ধ থাকার পর গতকাল আবার রাজপথে সক্রিয় ছিলেন শিক্ষার্থীরা। ঢাকা, চট্টগ্রামসহ দেশের কয়েক স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি আবার উত্তপ্ত হতে শুরু করায় ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দুটি মোবাইল ফোন অপারেটরের দু'জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফোরজি সেবা পুরো চালু আছে। তবে ডট ও সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণ করছে। ব্যান্ডউইথে ক্যাপ পড়ানো হয়েছে। তারা বিভিন্ন ওয়েবসাইটের সংশ্লিষ্ট আইপি এড্রেস ধরে ধরে মনিটরিং করে একে একে ব্লক করছে। এতেও ব্যান্ডউইথের ট্রাফিকে সমস্যা হচ্ছে।
ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি)-এর দুই নেতৃস্থানীয় সমকালকে সরকারি পদক্ষেপের পাশাপাশি কিছু কারিগরি জটিলতার কথাও তুলে ধরেন। তারা বলেন, অধিকাংশ গ্রাহক বন্ধ থাকা সাইটে প্রবেশ করতে ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করছেন। এই চ্যানেল ব্যবহার করায় আন্তর্জাতিক ব্যান্ডউইথের ওপর চাপ বাড়ছে। সবাই ইন্টারনেটের দিকে বেশি ঝুঁকছে এতেও ট্রাফিক বেড়ে গেছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার চেয়ে বেশি চাপ আসছে।
দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ থাকায় স্থানীয় ক্যাশ সার্ভারগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে। চালু হওয়ার পর এই ক্যাশ সার্ভারগুলো পূর্ণ হতে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। তারা আরও জানান, দেশের সবচেয়ে বেশি ডেটা ট্রাফিক হয়ে যে ওয়েবসাইট দিয়ে, সেই ফেসবুক একাধিক বড় ক্যাশ সার্ভার বন্ধ। এতে অভ্যন্তরীণ ব্যান্ডউইথের ব্যবহার কমে গেছে। কিছু কিছু এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেটওয়ার্ক জ্যামার ব্যবহার করছেন। এসব কারণে গ্রাহক মানসম্মত সেবা পাচ্ছেন না।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ১ লাখ। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ১১ কোটি ৯৭ লাখ গ্রাহক। ১ কোটি ২১ লাখের বেশি মানুষ ব্যবহার করেন ব্রডব্যান্ড ইন্টারনেট।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com